'তোমার সঙ্গে কাজ করা হল না', সুশান্তের মৃত্যুতে শেষ পোস্ট মাস্টারজির
- FB
- TW
- Linkdin
সুশান্তের মৃত্যু শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি বলিউড। তারই মাঝে ৩ জুলাই এলো আবারও মৃত্যুর খবর। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন সরোজ খান।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে যিনি গভীরভাবে শোকাহত ছিলেন, তিনি নিজেই যে এভাবে কয়েকদিনের মধ্যেই চিরবিদায় নেবেন তা তখনও আঁচ করেননি তিনি নিজেই।
সুশান্তের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছিলেন সরোজ খান। জীবনমুখী কথা বলে এক দীর্ঘ পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
সুশান্ত কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রশ্ন তুলেছিলেন সরোজ খান। জীবনকে কেন এভাবে শেষ করে দিলে সুশান্ত!
তোমার উচিত ছিল কোনও গুরুজনকে সবটা খুলে বলা। কষ্ট অনেকটাই হালকা হত। এমন কী সমস্যা হয়েছিল তোমার যার জন্য এমন পথ বাঁচতে হল।
তোমার সঙ্গে কাজ করা হল না। তবে দেখা হয়েছিল অনেকবারই। বুঝতে পারিনি এভাবে চলে যাবে। জানি না কীভাষায় শোকবার্তা জানাবো তোমার পরিবারকে।
বলিউডে সরোজ খানের হাত ধরে একের পর এক তারাকা নিজের এক ভিন্ন পরিচিতি তৈরি করেছেন। প্রতিটি স্টারই নাচের জগতে ঝড় তুলেছে কেবল তাঁরই নির্দেশনাতে।
সেই সরোজ খানের প্রয়াণে এবার ভেঙে পড়ল গোটা বলিউড। মাস্টারজির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বলিউড স্টারেদের শোকবার্তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।