- Home
- Entertainment
- Bollywood
- অবশেষে মিটল জল্পনা, শাহরুখ ভক্তদের জন্য আসতে চলেছে সুসংবাদ, সেটে ফিরছেন কিং খান
অবশেষে মিটল জল্পনা, শাহরুখ ভক্তদের জন্য আসতে চলেছে সুসংবাদ, সেটে ফিরছেন কিং খান
- FB
- TW
- Linkdin
জিরো মুক্তির পর প্রায় দেড় বছর অতিক্রান্ত, তবুও কিং খান কোনও নতুন ছবির খবর প্রকাশ্যে আনেননি। পরিবার নিয়েই কাটাচ্ছিলেন সময়।
তবে এবার সেই অপেক্ষায় অবসান ঘটতে চলেছে। গত দেড় বছরে শাহরুখ খানের ছবি করা নিয়ে একাধিক জল্পনা রটেছে নেটদুনিয়ায়।
প্রতিবারই শাহরুখ খান জানিয়েছিলেন তা ভুঁয়ো, ভক্তরা যেন তা বিশ্বাস না করেন। তবে মাঝে মধ্যেই দেখা যেত শাহরুখকে রাজকুমার হিরানির সঙ্গে কথা বলতে।
সূত্রের খবর অনুযায়ী রাজকুমার হিরানির ছবি শ্যুট করার কথা ছিল বিদেশে, কানাডায়। বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়।
তাই পরবর্তী প্রজেক্টে এবার হাত দিতে চলেছেন শাহরুখ খান। যশরাজ ফিল্মের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি।
২৭ সেপ্টেম্বর প্রকাশ্যে আসতে পারে সেই ছবির বিস্তারিত খবর, ওই দিন যশ চোপড়ার জন্মদিন। ছবির বিষয় বস্তু অ্যাকশন ড্রামা।
এই ছবির পরিচালনাতে থাকবেন সিদ্ধার্থ আনন্দ। এই ছবির কাজই শুরু হবে আগে। তবে ছবিতে থাকতেপারে আরও এক চমক।
শাহরুখ খানের বিপরীতে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। শাহরুখ খানের সঙ্গে দীর্ঘ সাত বছর পর জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী, যদিও এখনই স্পষ্ট খবর সামনে আসেনি।