- Home
- Entertainment
- Bollywood
- করোনাকে পরোয়া নেই কিং খানের, করণের মায়ের জন্য পৌঁছলেন তাঁর অ্যাপার্টমেন্টে
করোনাকে পরোয়া নেই কিং খানের, করণের মায়ের জন্য পৌঁছলেন তাঁর অ্যাপার্টমেন্টে
ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাকি বন্ধুত্ব বলে কিছুই হয় না। এমনই অন্তত বলে নিন্দুকরা। নিন্দুকদের এই কথা আগেও ভুল প্রমাণ করেছিলেন শাহরুখ খান এবং করণ জোহার। করণের আত্মজীবনীতে তিনি লিখেছেন, তাঁর জন্য এক সময় শাহরুখ মরতেও রাজি ছিলেন। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল।
110

করণ জোহারের মা হিরু জোহার ৭৭ বছরে পা দিলেন। তাঁর জন্মদিন প্রতিবারই ধুমধাম করে পালন করা হয়।
210
এবারে করোনা আতঙ্কের জন্য তেমন বড়ো সড়ো করে জন্মদিন পালন হয়নি ঠিকই, তবে ঘরোয়া সেলিব্রেশনের জন্য অত্যন্ত কাছের লোকজনদের আমন্ত্রণ জানিয়েছিলেন করণ।
310
করণের মুম্বইয়ের বাড়িতে আয়োজিত হয়েছিল এই পার্টি। সেখানেই করণের ঘনিষ্ঠমহল এসে উপস্থিত হওয়ার কথা।
410
আমন্ত্রণ পেতেই করোনা আতঙ্কের পরও করণের বাড়িতে উপস্থিত হলেন শাহরুখ এবং গৌরি।
510
তাঁদের বন্ধুত্ব নিয়ে যে কারও কোনও সন্দেহ প্রকাশ করার সুযোগ নেই তা এই ধরণের কিছু ঘটনাতেই বোঝা যায়।
610
যেখানে করোনা ভাইরাসের প্রকোপের কারণে সকলে হোম আইসোলেশনে রয়েছে। মারণ ভাইরাসের চিন্তা না করেই করণের বাড়িতে এসে পৌঁছ গিয়েছিলেন শাহরুখ।
710
শাহরুখের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সলমন খানের মা সলমা খান। এমনকি আদিত্য চোপড়া যিনি জনসমক্ষে তেমন বেরন না, তিনিও এসেছিলেন এই পার্টিতে।
810
এই করোনা আতঙ্কে যেখানে প্রত্যেক সেলেব্রিটিকে এখন পাপারাৎজীরা কেবল সোশ্যাল মিডিয়াতেই স্টক করে যাচ্ছে সেখানে শাহরুখের এক ঝলক মিস করে কীকরে তারা।
910
গাড়িতে এক ঝলক তাঁকে দেখা গেলেও তেমন ক্লোজ আপ শট পায়নি ফোটো জার্নালিস্টরা।
1010
অন্যদিকে গাড়ি থেকে নেমে গৌরির সঙ্গে আরও এক ঝলক দেখা গেল তাঁকে। এতেই আপাতত আপ্লুত ভক্তমহল।
Latest Videos