- Home
- Entertainment
- Bollywood
- 'পাঠান' ছবির জন্য কত পারিশ্রমিক হাঁকিয়েছেন শাহরুখ,আমির-সল্লু-আক্কিকেও ছাপিয়ে গেলেন 'কিং খান'
'পাঠান' ছবির জন্য কত পারিশ্রমিক হাঁকিয়েছেন শাহরুখ,আমির-সল্লু-আক্কিকেও ছাপিয়ে গেলেন 'কিং খান'
- FB
- TW
- Linkdin
শাহরুখ মানেই টানটান উত্তেজনা। তার কোনও কিছু করা মানেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখতে রীতিমতো মুখিয়ে থাকে দর্শক। ফের নয়া চমক নিয়ে হাজির হয়েছেন কিং খান।
বেশ কয়েকবছর রূপোলি পর্দায় সেভাবে দেখা মেলেনি বলিউডের বাদশা। যার কারণেই উত্তেজেন তুঙ্গে। আপকামিং ছবি 'পাঠান'-এর শুটিং নিয়ে ব্যস্ত অভিনেতা।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক চমকপ্রদ তথ্য। জানেন কি, সবচেয়ে বেশি পারিশ্রমিকের তালিকায় বরাবরই শুরুর দিকে থাকেন বলিউডের কিং খান।
এবারেও সলমন খান, অক্ষয় কুমারের মতোন তাবড় তাবড় অভিনেতাদের পিছনে ফেলে প্রথম স্থানে রয়েছেন শাহরুখ খান।
আপকামিং ছবি 'পাঠান'-এর জন্য কত দর হাঁকিয়েছেন শাহরুখ, তা প্রকাশ্যেই আসতেই চোখ কপালে নেটিজেনদের। সূত্রের খবর, ১০০ কোটি ছাড়িয়ে গিয়েছে শাহরুখের পারিশ্রমিক।
ফিল্ম বিশেষজ্ঞ উমের সান্ধু জানিয়েছেন, ভারতীয় অভিনেতাদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বেশি পারিশ্রমিক শাহরুখ খানেরই। আমির-সলমন-অক্ষয়কেও পিছনে ফেলে দিয়েছেন কিং খান।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' -ছবির শুটিং গত বছর নভেম্বর মাস থেকেই শুরু হয়েছে। শাহরুখ ছাড়াও এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। অতিথি শিল্পী হিসেবে সলমন খানকেও দেখা যাবে ছবিতে।
মুম্বই ছাড়া বিদেশের বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হবে বলে জানা গেছে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন শাহরুখ খান।
নিজের ইনস্টাগ্রামে ১ মার্চ নতুন ছবি 'ডার্লিংস'-এর নামও ঘোষণা করেন শাহরুখ। শাহরুখ এবং গৌরী খানের ‘রেড চিলিস এন্টারটেনমেন্ট’র প্রযোজনায় খুব শীঘ্রই আসছে ‘ডার্লিংস'।
ছবিতে আলিয়া ভাট অভিনয় করছেন। পাশাপাশি এই ছবিতেই সহ প্রযোজক হিসেবেও নাম লিখিয়েছেন আলিয়া ভাট।