শাহরুখ মানেই সেটে লেট, বদনাম ঘোচাতে নিজেকে পাল্টে চোখরাঙানি কিং খানের
- FB
- TW
- Linkdin
কারণ একটাই কখনোই ঘড়ি ধরে সময়মতো কোন জায়গাতেই পৌঁছতে পারেন না কিং খান।
বলিউডে রটে থাকা এই বদনাম মাথা পেতে স্বীকার করে নিয়েছিলেন শাহরুখ খান। তবে খুব বেশি দিন নয়।
বারে বারে একই কথা শুনতে শুনতে একবার বেজায় চটেছিলেন শাহরুখ খান। ঠিক করলেন আর দেরি নয়।
উল্টে এখন ঘড়ি ধরে সঠিক সময়ে সেটে পৌঁছে যান সুপার স্টার। পৌঁচেছেন সাংবাদিক বৈঠকেও।
এতেই এখন মাথায় হাত একাধিক মানুষের। কিং খানের শ্যুটে সবকিছুতেই নজরে আসত ঢিমেতালে চলতে থাকার অভ্যাস।
কিন্তু তা এখন বদলেছে তাই শাহরুখ খান জানিয়ে দিলেন তিনি আর দেরি করবেন না। আবার কারো জন্য অপেক্ষা করবেন না।
ঘড়ি ধরে করতে হবে সবটাই। সেখানে কোন কথার খেলাপ আর তিনি সহ্য করবেন না। প্রয়োজনে একাই শুরু করে দেবেন অনুষ্ঠান।
প্রকাশ্যে সকলের সামনে শাহরুখ খান বলেন অর্ধেক সময় সেট রেডি হয় না। আর বদনাম রটে যায় তিনি সময়মতো পৌঁছেনি।
এক কথায় হুমকি সুরে সকলকে জানালেন শাহরুখ এবার থেকে ঘড়ি ধরে হবে কাজ। কেউ দেরি করলে প্রকাশ্যে তার নাম জানিয়ে দেবেন তিনি।