- Home
- Entertainment
- Bollywood
- নিজের জীবনের মূল্যবান সম্পদটাই ইরফানকে তুলে দিয়েছিলেন শাহরুখ, যা হতবাক করেছিল অভিনেতাকে
নিজের জীবনের মূল্যবান সম্পদটাই ইরফানকে তুলে দিয়েছিলেন শাহরুখ, যা হতবাক করেছিল অভিনেতাকে
- FB
- TW
- Linkdin
নিউরোএন্ডোক্রাইন টিউমারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন বলি অভিনেতা ইরফান খান।
অবশেষে থামল দীর্ঘ দেড় বছরের লড়াই। কোলন সংক্রমণের কারণেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা।মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৪ বছর।
জটিল এই রোগের যখন যখন লন্ডনে পাড়ি দিয়েছিলেন অভিনেতা। ঠিক তার আগে স্ত্রী সুতপার কাছ থেকে একটা ফোন কল এসেছিল শাহরুখের কাছে।
ইরফানের সেই ফোন কল পেয়েই ছুটে এসেছিলেন অভিনেতা শাহরুখ খান।
ইরফান ও তার স্ত্রী সুতপার সঙ্গে সেদিন দুই ঘন্টারও বেশি সময় কাটিয়েছিলেন শাহরুখ।
প্রিয় বন্ধুর চিকিৎসার জন্য চলে যাওয়ার আগে নিজের লন্ডনের বাড়ির চাবিটা ইরফানের হাতে দিয়েছিলেন অভিনেতা। যা দেখে হতবাক হয়েছিলেন ইরফান।
যদিও সেই চাবি নিতে অস্বীকার করে ইরফান। কিন্তু শাহরুখের জেদের কারণেই শেষ পর্যন্ত সেই চাবি নিয়েছিলেন ইরফান।
টিনসেল টাউনে শাহরুখের অন্যতম প্রিয় বন্ধু ইরফান খান। তাই প্রিয় বন্ধুর কথা রাখতে মূল্যবান সম্পদটা সাদরে গ্রহণ করতে একপ্রকার বাধ্য হয়েছিলেন অভিনেতা
প্রিয় বন্ধুর মৃত্যুর খবর পেয়ে ভীষণ ভাবেই ভেঙে পড়েছেন অভিনেতা শাহরুখ খান। নিজের টুইটারে গভীর শোকপ্রকাশ করেছেন বাদশা।
বিল্লু বার্বার ছবিতে একসঙ্গে দেখা গেছে শাহরুখ খান ও ইরফান খানকে।