শাহরুখ অমিতাভের থেকেও বড় অভিনেতা, নিজে মুখে বলতেই বিপাকে কিং খান
First Published Jan 5, 2021, 8:55 AM IST
শাহরুখ অমিতাভ, বলিউডের দুই মাথা বললে খুব একটা ভুল হবে না। মধ্যে পার্থক্য হল জেনারেশন গ্যাপ। বলিউডে তিন খানের মধ্যে অন্তঃবিবাদ নতুন কিছু নয়। তাঁদের মধ্যে একে অন্যকে নিয়ে বড়া বরই চলে ঠাণ্ডা লড়াই । লড়াই চলে ভক্তদের মধ্যেও। তবে এবার ঠাণ্ডা লড়াইয়ে সামিল অমিতাভ ও শাহরুখ। বলিউড শাহেনশাহ ও বাদশার বাদশার মধ্যে এমন কী ঘটল, যে শাহরুখ খান এমন কথা জানালেন!
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন