- Home
- Entertainment
- Bollywood
- ভালোবাসার কঠিন লড়াই, স্বপ্নের ফুলশয্যা শাহরুখের মুহূর্তে গিয়েছিলেন ভেস্তে, কার জন্য কষ্ট সহ্য করেছিলে গৌরী
ভালোবাসার কঠিন লড়াই, স্বপ্নের ফুলশয্যা শাহরুখের মুহূর্তে গিয়েছিলেন ভেস্তে, কার জন্য কষ্ট সহ্য করেছিলে গৌরী
- FB
- TW
- Linkdin
শাহরুখ খান ও গৌরী খানের প্রেমকাহিনি যেন এক সিনেমার প্লট। হাজার একটা উঠা নামার মধ্যে দিয়েই আজ তাঁরা পাওয়ার কপিল।
একের পর এক ঝড় এসেছে, উঠেছে বিচ্ছেদের বিতর্কও, কিন্তু আজও এই সম্পর্ক টিকে রয়েছে, শাহরুখ খান যার সম্পূর্ণ ক্রেডিট দিয়ে থাকেন গৌরীকে।
শাহরুখ খানের কথায়, কোটি কোটি মানুষের স্বপ্নের পুরুষের সঙ্গে ঘর করাটা কতটা কঠিন তা গৌরী জানে। গৌরীই আগলে রেখে আমাকে ও সংসারকে।
প্রেমের সম্পর্ক থেকেই শুরু এই জীবন যুদ্ধ। কখনও ভেঙে পড়েননি গৌরী। একের পর এক মানুষের কাছে গিয়ে তখন শাহরুখ কেবলই সাহায্য চাইছেন একটা সুযোগের। ভরসা রেখেছিলেন গৌরী খান।
এরপর থেকেই শুরু তাঁর নয়া অধ্যায়। বিয়ে করে স্ত্রীকে ঘরে তোলা। কিন্তু তখনও শাহরুখ খান খুব বেশি পাঠ পান না।
হেমা মালিনির সঙ্গে একটি ছবিতে সামান্য পাঠ পেয়েছিলেন। তাঁর বিয়ের রাতেই ছিল শ্যুট। সেদিন বিয়ের পর রাতে স্ত্রীকে নিয়েই সেটে হাজির তিনি।
ডেড লাইন, কল টাইম ফেল করতে নারাজ। কিন্তু সারা রাতের অপেক্ষাতেও আনেননি হেমা মালিনি। শাহরুখ নিজের পাঠ টুকু করে ব্যাগ স্টেজে আসেন।
দেখেন গৌরী একটা কোণে ঘুমে ঢুলছে, মশার কামড়ে নাজেহাল। তবুও এক মুখ হাসি। সেই দিনের কথা আজও ভোলেননি তাঁরা।
এভাবেই শুরু হয়েছিল তাঁদের সংসার করা। প্যারিসের নামে দার্জিলিং, এটাই ছিল শাহরুখের হানিমুনের ডেস্টিনেশন।