মুখ লুকিয়ে ছেলেকে নিয়ে কোথায় চললেন শাহরুখ, সঙ্গে নেই সুহানা, গৌরিও
First Published Jan 6, 2021, 11:36 PM IST
ছেলের সঙ্গে মুম্বইয়ের রাস্তায় শাহরুখ খান। আব্রামকে সঙ্গে করেই আলিবাগ রওনা শাহরুখের। সঙ্গে অবশ্য নেই মেয়ে সুহানা, বড় ছেলে আরিয়ান এবং স্ত্রী গৌরি নেই। কালো রঙের হুডিতে মুখ লুকিয়ে চলেছেন শাহরুখ। সেই অবস্থাতেই পাপরাৎজির ক্যামেরায় ধরা পড়লেন তিনি। পরিবারের বাকি সদস্যের ছেড়েই আলিবাগে ছেলের সঙ্গে নিভৃতিতে সময় কাটাবেন কিং খান।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন