কাজল খারাপ অভিনেত্রী, প্রথম ছবি করেই আমিরকে সাফ জানিয়েছিলেন শাহরুখ
শাহরুখ খান ও কাজ মানেই পর্দায় এক ঝরঝরে রোম্যান্স্যের তরতাজা গল্প। দর্শকের মনে এই একটাই সমীকরণ স্পষ্ট। কিন্তু এই জুটি যখন পথ চলা শুরু করেছিল, তখন কিন্তু সমীকরণটা মোটেও এতটা সহজ ছিল না। উল্টে শাহরুখের মন্তব্য শুনে ভক্তদের অবাক হতে হয়। ঠিক কী ঘটেছিল...

শাহরুখ খানের সঙ্গে প্রথম ছবি করছেন তখন কাজল। শাহরুখও বলিউডে নিজের জায়গা পাকা করার চেষ্টায় মরিয়া।
এমন সময় বিপরীতে কাস্ট করা হয় কাজলকে। ছবির কাজ চলতে থাকে। এই জুটিতকে প্রথম দেখাতেই দর্শকেরা গ্রহণ করে।
তবে মেনে নিতে পারেননি শাহরুখ খান। তা মালুম পরেছিল তাঁর সঙ্গে আমির খানের কথাতেই। আমির খানও তখন পর্দায় নিজের পরিচিতি তৈরি করতে ব্যস্ত।
শাহরুখ খানকে ফোন করে জিজ্ঞেস করে বসেন, তিনি তো কাজলের সঙ্গে কাজ করেছেন, কাজল ঠিক কেমন, ছবিতে নেওয়া কি ঠিক হবে।
শাহরুখ খান কিছু না ভেবেই সাফ জানিয়ে দিয়েছিলেন, যে না, তিনি চান না আমির খান তাঁকে ছবিতে নিক। এতেই সমস্যার সূত্রপাৎ।
প্রথম ছবি করার পর নাকি কাজলকে একদমই ভালো লাগেনি শাহরুখের, তিনি আমিরকে বলেছিলেন, কাজটা ঠিক মত জানে না কাজল, অভিনয় টাও খুব একটা ভালো নয়।
কাজলকে ছবিতে না নেওয়াই ভালো। তাঁর খুব একটা পছন্দ হয়নি। কথা শোনা মাত্রই সিদ্ধান্ত নিয়েছিলেন আমির। কিন্তু ভবিষ্যতে লেখা ছিল অন্য ইতিহাস।
পর্দায় এই জুটিই রোম্যান্সের ঝড় কতটা তুলতে পারে, তা পরতে-পরতে প্রমাণ করেছে। এবং পরবর্তীতে শাহরুখ খান নিজের মন্তব্যের জন্য ক্ষমাও প্রার্থনা করে ছিলেন।