- Home
- Entertainment
- Bollywood
- বিভাজিকা উন্মুক্ত করে চরম ঘনিষ্ঠ আলিঙ্গন, প্রকাশ্যে কাকে আই লাভ ইউ বললেন শাহরুখ কন্যা সুহানা
বিভাজিকা উন্মুক্ত করে চরম ঘনিষ্ঠ আলিঙ্গন, প্রকাশ্যে কাকে আই লাভ ইউ বললেন শাহরুখ কন্যা সুহানা
- FB
- TW
- Linkdin
বলিউডে পা না রাখলেও ইতিমধ্যেই সুহানার ফ্যান-ফলোয়ারের সংখ্যা ১৬ লক্ষ ছাড়িয়ে গেছে। বিকিনির হট স্টাইলে তাবড় তাবড় সেক্সিদেরও টেক্কা দিচ্ছে সুহানা খান।
সদ্যই ২১ -শে পা দিয়েছেন সুহানা খান। সময় যত এগোচ্ছে ততই যেন সেক্সি হয়ে উঠছেন বলিউডের বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান। বর্তমানে নিউইয়র্কে পড়াশোনা করছেন শাহরুখ কন্যা।
বলিউডের গ্ল্যামারের ঝলকানি থেকে শত যোজন দূরে হলেও ভক্তের সংখ্য়া তার অগণিত। এই বয়সেই সুহানার ফ্যাশন সেন্স এবং মেক আপ ফ্যাশন বোদ্ধাদেরও তাক লাগাচ্ছে।
বলিউডের গ্ল্যামারের ঝলকানি থেকে শত যোজন দূরে হলেও ভক্তের সংখ্য়া তার অগণিত। এই বয়সেই সুহানার ফ্যাশন সেন্স এবং মেক আপ ফ্যাশন বোদ্ধাদেরও তাক লাগাচ্ছে।
ইতিমধ্যেই বলিউডে ডেবিউ হতে চলেছে সুহানার। এবার প্রকাশ্যেই ঘনিষ্ঠ আলিঙ্গনে লিপ্ত হয়ে আই লাভ ইউ বললেন সুহানা খান। সুহানাকে নিয়ে জল্পনা বাড়ছে নেটদুনিয়ায়।
সম্প্রতি সুহানার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কোনও পরপুরুষ নয়, বরং দুই ভাইয়ের সঙ্গে আলিঙ্গন করতে দেখা গেছে সুহানাকে।
সুহানা এখন মুম্বইতে নেই বর্তমানে তিনি রয়েছেন পর্তুগালে। তাই চলতি বছর ভাইদের সঙ্গে রাখি উৎসব পালন করা হয়নি শাহরুখ কন্যা সুহানার। তাই পুরোনো ছবি দিয়েই রাখির শুভেচ্ছা জানিয়েছেন সুহানা।
১৩ বছরের ছোট ভাই আব্রামকে আদুরে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন দিদি সুহানা সঙ্গে দাদা আরিয়ানকে ভালবাসা উজার করে দিয়েছেন ছোট বোন সুহানা। ভাইবোনেদের এই ছবি শেয়ার করে লভ ইউ লিখেছেন সুহানা। এর পাশাপাশি রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন।
করণ জোহর নয়, সুহানাকে নাকি বি-টাউনে লঞ্চ করছেন ফারহান আখতারের বোন জোয়া আখতার। শাহরুখের বড় ছেলে আরিয়ান অভিনয় করবেন না তা আগেই জানিয়ে দিয়েছিলেন বাদশা। তবে সুহানার বরাবারই ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। এবং মেয়ের সেই স্বপ্ন পূরণ করতে চলেছে জোয়া আখতার।