শাহরুখই প্রথম অভিনয়ে আসার কথা বলেছিলেন, বিজ্ঞাপনই ভাগ্য বদলেছিল শাহিদের
শাহিদ কাপুর মানেই পর্দায় এক ভিন্ন স্বাদের উপস্থাপনা। বলিউডের তিনি চকলেট বয়। কেরিয়ারে একাধিক উঠা-নামার মাঝেও নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি। কোথাও রাখেননি কোনও খামতি। প্রতিটি পদেই অন্তরায় হয়ে দাঁড়িয়ে কোনও না কোনও প্রতিকূলতা। জন্মদিনে ফিরে দেখা শাহিদের সেই সফর।
110

মাত্র তিন বছর বয়সেই বাবা-মার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই একাকিত্ব গ্রাস করতে থাকে শাহিদ কাপুরকে।
210
ছোট থেকেই একা থাকতে পছন্দ করতেন তিনি। ছিল না বিশেষ কোনও বন্ধু। মাঝে মধ্যেই রেগে যেতেন তিনি। কলেজে এসে স্বাভাবিক হয় পরিস্থিতি।
310
ছোট থেকেই নাচ পছন্দ করতেন শাহিদ কাপুর। ১৫ বছর বয়স থেকেই স্টেজে শো করতেন তিনি।
410
তাল, ডিল তো পাগল হ্যায়র মত ছবিতে তিনি ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেছেন। সেখান থেকেই খানিক পরিচিতি আসে বলিউডে।
510
তবে প্রথমে নিজের চেহারা নিয়ে হীনমন্যতায় ভুগতেন শাহিদ কাপুর। শাহরুখ খান তখন পাশে ছিলেন তাঁর।
610
সুযোগ আসে পেপসির বিজ্ঞাপনে কাজ করার। সেখান থেকেই আলাপ হয় শাহরুখ খানের সঙ্গে। তখন শাহরুখ খানই তাঁকে অভিনয় জগতে আসার কথা বলেছিলেন।
710
অভিনয় জগতে এসেও মেলেনি স্বস্তি। করিনার সঙ্গে সম্পর্ক বদলে দিয়েছিল শাহিদের জীবন।
810
এরপর থেকে একাধিক ছবি ফ্লপ। হায়দারের জন্য কোনও টাকাই নেননি তিনি। তবুও ছবি ব্যবসা করেনি আশানুরূপ।
910
প্রতিটি ধাপেই শাহিদ কাপুর নিজেকে প্রমাণ করেছেন। মাঝে সেভাবে পর্দায় তাঁকে না পাওয়া গেলেও অবশেষে ২০১৯-এ সেরার সেরা চরিত্রে ধরা দেন তিনি।
1010
কবীর সিং সুপার হিট হওয়ার পর আবারও শাহিদ কাপুরের জীবনে শুরু হয় বলিউডের নতুন অধ্যায়।
Latest Videos