'পরিচালক বললে গাধা-গরুর সঙ্গে অভিনয় করব', করিনার সম্পর্কে বিস্ফোরক শাহিদ
| Published : Mar 29 2020, 06:30 PM IST
'পরিচালক বললে গাধা-গরুর সঙ্গে অভিনয় করব', করিনার সম্পর্কে বিস্ফোরক শাহিদ
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
শাহিদ কাপুর ও কারিনা কাপুর একে অন্যেক প্রকাশ্যেই ডেট করতেন। প্রথম থেকেই তাঁদের সম্পর্কের কথা সকলেরই জানা ছিল।
210
দুজনের মধ্যে যখন সম্পর্কের গভীরতা বেশ বেড়ে গিয়েছে, তেমনই সময় হাতে আসে যাব উই মেট ছবি।
310
পর্দায় এই জুটি ঝড় তুলেছিলেন রোম্যান্সে। কিন্তু বাস্তবের মাটিতে সম্পর্ক ততক্ষণে গিয়েছিল টলে।
410
এক ছবির শ্যুটিং-এ বাইরে গিয়েছিলেন শাহিদ কাপুর। সেখানে নাকি তিনি বিদ্যা বালানের সঙ্গে ঘনিষ্ট হয়ে পড়েছিলেন বলে জল্পনা বাড়ে।
510
পাশাপাশি করিনা কাপুর তখন সইফের সঙ্গে চালাতে থাকে তাঁর প্রণয়। এই খবরও পৌঁচ্ছে যায় শাহিদ কাপুরের কানে। এরপরই সব শেষ।
610
তাঁরা একে অন্যের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। শুধু তাই নয়, সঙ্গে একই ছবিতে আর কাজ করবেন না তেমনটাও জানিয়ে ছিলেন।
710
এরপর সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খোলেননি কেউ। তবে এক সাক্ষাৎকারে শাহিদ কাপুর সাফ জানিয়েছিলেন তাঁর মনের কথা।
810
শাহিদ কাপুরকে প্রশ্ন করা হয়েছিল তিনি আর কোনদিন করিনার সঙ্গে অভিনয় করেন কি না। এমনই প্রশ্নের উত্তরে শাহিদ জানান, গাধা গরুর সঙ্গে পরিচালক অভিনয় করতে বললেও করব।
910
এরপর খোলসা করে আর কিছু বলতে হয়নি শাহিদ কাপুরকে। এক বাক্যে অনেক কিছু বুঝিয়ে দিয়েছিলেন শাহিদ কাপুর।
1010
যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি কারিনা কাপুর। এই জুটিকে বিচ্ছেদের পর একই সঙ্গে পর্দাতেও দেখা যায়নি আর।