'SEXY' বিকিনি শ্যুটে ' ব্রা' পরে ট্যাবু ভেঙেছিলেন শর্মিলা, বিতর্কে মুখ খুললেন পতৌদির বেগম

First Published Jan 27, 2021, 1:29 PM IST

ষাটের দশকের বলি ডিভা শর্মিলা ঠাকুর আজও দর্শকমনে নিজের জায়গা পাকিয়ে রেখেছেন।  সিনেমা ছাড়াও শর্মিলা ম্যাগাজিনের কভার গার্ল হওয়ার জন্য বিকিনি শ্যুট করিয়েছিলেন। যা আজও বিতর্কিত অধ্যায় বলিউডের। সিনেমাতে অভিনয়ের ক্ষেত্রেই নয় শর্মিলা প্রথা ভেঙেছিলেন ব্যক্তি জীবনেও। ঠাকুর পরিবারের মেয়ে হয়েও মুসলিম সম্প্রদায়ের নবাবের সঙ্গে প্রেম থেকে বিবাহ নাড়িয়ে দিয়েছিল সমাজকে। ব্রা পরে ট্যাবু ভেঙে কীভাবে বিকিনি ফোটোশ্যুট করতে সাহসীকতার পরিচয় দিয়েছিলেন শর্মিলা, জানলে অবাক হবেন।