একাধিকবার মিসক্যারেজ থেকেই এই সিদ্ধান্ত, মনের কষ্টে মুখ খুললেন শিল্পা
- FB
- TW
- Linkdin
১৫ ফেব্রুয়ারির দিনই সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তারা।সদ্যোজাত কন্যা সন্তানের নাম রেখেছেন সমিশা শেট্টি কুন্দ্রা।
মাঝেমধ্যেই সদ্যোজাতকে কোলে নিয়ে খুশির মেজাজে পুরো পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেন অভিনেত্রী শিল্পা।
সদ্যোজাত সমিশার আনন্দের আড়ালেই লুকিয়ে রয়েছে এক গভীর যন্ত্রণা, যা সাক্ষাৎকারে শেয়ার করেছেন শিল্পা।
অভিনেত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন, তার সারোগেসির কথা। কেন তিনি এই সারোগেসিকে বেছে নিয়েছেলেন সেই কথাই তুলে ধরেছেন শিল্পা।
শিল্পা জানিয়েছেন, একবার নয়, একাধিকবার মিসক্যারেজ হয়েছে অভিনেত্রীর। তাই বাধ্য হয়েই সারোগেসিকে বেছে নিয়েছিলেন তিনি।
ছেলে ভিভান একা বড় হোক এটা কখনওই চাইতেন না অভিনেত্রী। ভাই বা বোন কিছু একটা যেন থাকে, সেটাই চাইতেন তিনি।
সেইমতো রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টিও অনেকবার তাদের চেষ্টা চালিয়ে গেছে। কিন্তু শিল্পার শারীরিক সমস্যার কারণেই তা সম্ভব হচ্ছিল না।
একবার নয়, বহুবার মিসক্যারেজ হয়ে যাচ্ছিল। সেই সময়ে পুরো ভিতর থেকে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তখন দুজনে মিলে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করেন শিল্পা।
সন্তান দত্তক নিয়ে অনেক নিয়মকানুনের বেড়াজালে আটকে পড়েছিলেন তার। সমস্যাও ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছিল। শেষমেষ সারোগেসির পথেই হাঁটেন তারা।
কিন্তু সারোগেসির মাধ্যমে সমস্যায় পড়েন শিল্পা শেট্টি। প্রায় ৩ বার প্রচেষ্টার পর সামিশা কোলো আসে শিল্পার। বর্তমানে মেয়ে সামিশা এবং ছেলে ভিভানকে নিয়ে ভীষণই খুশি রয়েছেন।