দীপিকার পর NCB-র দফতরে পৌঁছলেন শ্রদ্ধা, পা চালিয়ে প্রবেশ করলেন অভিনেত্রী
দীপিকা পাডুকোনের পর এবার শ্রদ্ধা কাপুর। এনসিবি জোর কদমে চালাচ্ছে তাদের তদন্ত। রিয়া চক্রবর্তীর জেল হওয়ার পর এবার একে একে উঠে আসছে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের নাম। দীপিকা, শ্রদ্ধা, সারা আলি খান, রাকুল প্রীত সিং। এনসিবি-র দফতরে সম্প্রতি গিয়ে পৌঁছেছিলেন দীপিকা। মিডিয়ার চোখে ধুলো দিয়ে দশ মিনিট আগেই এনসিবি-র দফতরে পৌঁছে গিয়েছিলেন তিনি। সংবাদমাধ্যমের নজর দীপিকার দিকে ঘুরতে এর ফাঁকে মিডিয়ার চোখে ধুলো দিলেন শ্রদ্ধা কাপুর।

হলুদ রঙের কুর্তা এবং জিনস, মাস্কেই ঢেকে গিয়েছে মুখের অর্ধেক অংশ। ব্যারিকেড করা এনসিবি-র দফতরের বাইরে।
সেখান থেকেই তাঁর ছবি তলার সুযোগ পায় চিত্র সাংবাদিকরা। শ্রদ্ধা বেশ জোরে হেঁটেই ঢুকে গেলেন এনসিবি-র দফতরে।
দীপিকার জেরার পাশাপাশি কি তবে শ্রদ্ধারও জেরা চালু হবে। একসঙ্গে তাঁদের জেরা করা হবে নাকি আলাদা সেই নিয়েও উঠছে প্রশ্ন।
কীভাবে এনসিবি-র তদন্তে উঠে এল শ্রদ্ধা, দীপিকার নাম সেই নিয়েও থেকে যাচ্ছে নানা কৌতূহল।
দীপিকার 'মাদক' চ্যাট, ড্রাগ চ্যাটস নামক একটি ওয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য প্রকাশ্যে এসেছে।
অন্যদিকে সারা আলি খানকে সুশান্তের সঙ্গে একটি পুরনো ভিডিওতে ধূমপান করতে দেখা গিয়েছে।
তবে শ্রদ্ধা এবং রাকুলের নাম কেন এবং কীভাবে এই জেরায় উঠে এল, তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন।
তাঁদের বিরুদ্ধে কোনও চ্যাট এবং বয়ানও প্রকাশ্যে আসেনি। তবে এনসিবি-র তদন্তে জোড়ালো হয়েছে তাঁদের নাম।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।