নেহা ধুপিয়া থেকে শ্রদ্ধা কাপুর, বিয়ের মরসুম শুরুর আগে দেখে নিন বলি অভিনেত্রীদের সেরা লুক
First Published Jan 4, 2021, 7:37 PM IST
সামনেই বিয়ের মরসুম। আর এই বিয়ে মানেই সাজগোজ। বিয়ে বাড়িতে কে কেমনভাবে সাজবে তা নিয়েই হয় সমস্যা। এক নজরে দেখে নিন বলি অভিনেত্রীদের বিয়ের বিয়ের সাজের ছবি।

নেহা ধুপিয়া- সম্প্রতি শাড়ি পরা একটি ছবি শেয়ার করেছেন নেহা। সেখানে তাঁকে দেখা গিয়েছে গোলাপির শেডের শাড়িতে। আর সেই সঙ্গেই মানানসই গয়না। এই লুকে তাঁকে যেন একেবারেই অন্যরকম লাগছে।

অদিতি রাও হায়দর- কমলা ঘেঁষা লাল রঙের সিল্ক শাড়িতে বেশ মানিয়েছে অদিতি রাও কে। সেই সঙ্গেই বোট নেকের মাল্টি কালারের কনট্রাস্ট ব্লাউজ। চড়া মেকআপ একেবারেই নয় একেবারে হালকা মেকআপ। আর এই ছিমছাম অথচ নজরকাড়া সাজে একে বারেই অন্যরকম লাগছে অভিনেত্রী -কে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন