সমুদ্র সৈকতে সোনা ঝরা লুক, সোনাক্ষীর হটনেটে ঝড় উঠল ভক্তমহলে
স্টার কিড মানেই যে পর্দায় ঝড় তুলবেন সেই অভিনেতা-অভিনেত্রী, এই সমীকরণ বোধহয় সকলের জন্য খাটে না। অভিনয় গুণে সকলকে মুগ্ধ করলেও বড় পর্দায় ব্যাক টু ব্যক হিট দেওয়া হয়নি সোনাক্ষীর। তবে লুক থেকে শুরু করে হটনেস কানায় কানায় ভক্তদের হটপোজে ভরিয়ে দিয়ে নজর কাড়তে পিছু পা হলে হলেন না সোনাক্ষী।

কাজের ফাঁকে ভ্যাকেশন মুডে মাঝে মধ্যেই ভাইরাল হয়ে ওঠেন সেলেবরা। সেই তালিকাতে নাম লিখিয়েছিলেন সোনাক্ষী সিনহাও।
বিটাউনে এখন তাঁর খুব একটা আনাগোনা না থাকলেও ফ্যাশন ওয়ার্ল্ডের সঙ্গে সোনার নিত্য যোগাযোগ।
নাইট লাইফ থেকে পার্টি, সেলেব দুনিয়ার অ্যাক্টভ সদস্য তিনি। কিন্তু বড় পর্দায় আর তাঁকে সেভাবে পায় না ভক্তরা।
ফলে তাদের কাছে এখন একটাই ভরসা। সোনার সোশ্যাল মিডিয়ার পাতা। সেখানেই মাঝে মধ্যেই হটপোজে ধরা দেন অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনের একাধিক মুহূর্তে ভক্তদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জায়গাও ওই একটাই। যার ফলে ভক্তদেরও চোখ আটকে থাকে সেই প্রফাইলে।
সেলেব মহলের অধিকাংশেরই পছন্দ হল মলদ্বীপ। মাঝে মধ্যেই সেখানে ঘুড়তে গিয়ে ছবি শেয়ার করে ভাইরাল হয়ে ওঠেন অনেকেই।
সেই মলদ্বীপ সফর থেকেই একাধিক ছবি নেট দুনিয়ায় শেয়ার করেছিলেন সোনাক্ষী। হট লুকে ক্যামেরার ফ্রেমে ধরা দিয়েছিলেন হট কুইন।
লুটেরা অভিনেত্রীর এই লুক খুব একটা পর্দায় দেখা যায়নি। যার ফলে খোলামেলা পোশাকে সোনাক্ষীর ছবি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।