- Home
- Entertainment
- Bollywood
- 'তুমি করোনা ভাইরাসের থেকেও সাংঘাতিক', ছবি পোস্ট করতেই ট্রোলিংয়ের তোপে সোনম
'তুমি করোনা ভাইরাসের থেকেও সাংঘাতিক', ছবি পোস্ট করতেই ট্রোলিংয়ের তোপে সোনম
- FB
- TW
- Linkdin
নেটিজেনের রোষানলে পড়ে তাঁকে যা নয় তাই শুনতে হয়। ধর্ষণের হুমকি থেকে শুরু করে প্রাণনাশের হুমকিও পেয়েছেন সোনম এবং রিয়া। তবে এবার তাঁকে নিয়ে নিপাট ট্রোলিং ছাড়া আর কিছুই হয়নি। তার জন্য দায়ী অবশ্য সোনম নিজেই।
সুবজ রঙের ফেস প্যাক মেখে আনন্দের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। ছবি পোস্ট করতে না করতেই ট্রোলাররা ঝাঁপিয়ে পড়েছে তাঁর পোস্টে। তাঁকে নাম দিয়ে দিয়েছে করোনা ভাইরাস। এই নামেই আপাতত সম্বোধন করে চলছে মিম শেয়ারিং।
করোনা ভাইরাসের রঙও নেটদুনিয়ায় সবুজ রঙ হিসাবেই প্রকাশ্যে এসেছে। তাই সোনমের সবুজ ফেস প্যাকের সঙ্গে করোনা ভাইরাসের মিল খুঁজে পেয়েছে নেটিজেনরা। তাঁকে কোভিডের সঙ্গে তুলনা করে চলেছে ট্রোলিং পর্ব।
নেটিজেনরা এও বলেছে, "আনন্দ, সোনমকে ছেড়ে দাও। ও তো করোনা ভাইরাসের থেকে সাংঘাতিক। তুমি সোনমের চেয়ে ঢের ভাল মেয়ে পেয়ে যাবে। সোনমের মত খারাপ মানসিকতার মেয়ে আর নেই এই ইন্ডাস্ট্রিতে।"
সোনমের কাপুরের উপর নেটিজেনের ক্ষোভ বাড়তে থাকে তাঁর টুইট নিয়ে। নেপোটিজম নিয়েও পিতৃদিবসে সোনমের ট্যুইটে ক্ষোভ উগরে দিয়েছিলেন নেটিজেনরা। অনিল কাপুরের মেয়ে হিসেবে গর্ববোধ করতে গিয়ে এখন তাঁকে নানা মেসেজ পেতে হয়েছে।
তারই মধ্যে কয়েকটি বার্তা সোনম নিজের ট্যুইটার পেজে শেয়ার করেছেন। সেখানে লেখা, "সুশান্তের জায়গায় তুমি মারা গেলে ভাল হত।" কেবল এখানেই শেষ নয়। এছাডা়ও বলা হয়েছে, "তুমি কখনও খুশি হবে না ভবিষ্যতে। আগে সুশান্তের পরিবারকে আজ যা সহ্য করতে হচ্ছে তোমাকেও তাই করতে হবে একদিন। তোমার সঙ্গেও এমনই দুর্ঘটনা ঘটবে। তুমিই দায়ী সুশান্তের মৃত্যুর জন্য।"
সোনম মেসেজগুলি শেয়ার করে লিখেছেন, "কফি উইথ করণের পুরো এপিসোডটি না দেখেই সকলে আমার নিন্দা করছেন। ভিডিওটি সাত বছরের পুরনো। সেই সময় সুশান্ত মাত্র একটা ছবিতে অভিনয় করেছিলেন। তাই আমি ওকে চিনতাম না।"
সোনমকে স্লাটশেমও করা হয়েছে নানা মেসেজে। মেসেজবক্স ভরে চলেছে নিন্দায়, অভিশাপে এবং অকথ্য ভাষায়। সেই ট্রোলারদের উদ্দেশ্যে তিনি বলেছেন, এই লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত। ব্লেম গেম চলতে থাকুক। তিনি নিজের মতামত থেকে অনড়।
সুশান্তের মৃত্যুর দিন থেকে সোশ্যাল মিডিয়ায় এসে পড়ে সোনম কাপুরের কফি উইথ করণের সাত বছরের পুরনো একটি ভিডিও। যা রীতিমত এখনও ভাইরাল হয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়।
সেখানে সোনমকে করণ জিজ্ঞেস করেছিলেন, কে হট আর কে নয় তা ব়্যাপিড ফ্যায়ারের মত উত্তর দিতে। সেই উত্তরেই সুশান্তকে চেনেন না সে কথা বলেন অভিনেত্রী। সোনমকে পর পর বিরাট কোহলি, আরমান কোহলি, রণবীর কাপুর, ইমরান খান এবং অবশেষে জিজ্ঞেস করা হয়েছে সুশান্ত সিং রাজপুতের বিষয়।
প্রত্যেকের সময় উত্তর দিলেও, সুশান্তের সময় গিয়ে সোনম উত্তর দেন, তিনি চেনেন না সুশান্তকে, কোনও উত্তর দিতে পারবেন না। সুশান্তের কোনও মুভি তিনি দেখেননি।
সুশান্ত সংক্রান্ত নানা ভিডিও বারে বারে উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে সোনম লিখেছেন, "প্রাক্তন প্রেমিকা, প্রেমিকা, সহকর্মীকে একজনের মৃত্যুর জন্য দায়ী করা বন্ধ করুন আপনারা। অসভ্যতামির সীমা ছাড়াচ্ছে সকলে।"