- Home
- Entertainment
- Bollywood
- 'কারও মৃত্যুর জন্য সহকর্মী, প্রেমিকাকে দোষারোপ করা বন্ধ করুন', সুশান্ত মামলায় ক্ষোভ উগরে দিলেন সোনম
'কারও মৃত্যুর জন্য সহকর্মী, প্রেমিকাকে দোষারোপ করা বন্ধ করুন', সুশান্ত মামলায় ক্ষোভ উগরে দিলেন সোনম
- FB
- TW
- Linkdin
বলিউড মাফিয়া গ্যাংয়ের মধ্যে নাম রয়েছে করণ জোহার, সলমন খান, সঞ্জয় লীলা বনশালী, একতা কাপুর, দিনেশ বিজন, ভূষণ কুমার, আদিত্য চোপড়া, আলিয়া ভাট, মহেশ ভাট, মুকেশ ভাট, রিয়া চক্রবর্তী, সোনম কাপুর, কৃতি শ্যানন, অঙ্কিতা লোখান্ডে এবং সাজিদ নাদিয়াদওয়ালা।
এই প্রসঙ্গে উঠে এসেছে সোনম কাপুরের কফি উইথ করণের একটি ভিডিও। যা রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সেখানে সোনমকে করণ জিজ্ঞেস করেছিলেন, কে হট আর কে নয় তা ব়্যাপিড ফ্যায়ারের মত উত্তর দিতে।
সোনমকে পর পর বিরাট কোহলি, আরমান কোহলি, রণবীর কাপুর, ইমরান খান এবং অবশেষে জিজ্ঞেস করা হয়েছে সুশান্ত সিং রাজপুতের বিষয়।
প্রত্যেকের সময় উত্তর দিলেও, সুশান্তের সময় গিয়ে সোনম উত্তর দেন, তিনি জানেন না, কোনও উত্তর দিতে পারবেন না। সুশান্তের কোনও মুভি তিনি দেখেননি। সুশান্ত সংক্রান্ত নানা ভিডিও বারে বারে উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়।
যা নিয়ে সোনম লিখেছেন, "প্রাক্তন প্রেমিকা, প্রেমিকা, সহকর্মীকে একজনের মৃত্যুর জন্য দায়ী করা বন্ধ করুন আপনারা। অসভ্যতামির সীমা ছাড়াচ্ছে সকলে।"
সোশ্যাল মিডিয়ায় তাঁকে এই নিয়ে ট্রোল করা শুরু করেছেন সাইবারবাসীরা। কারণ সোনম অস্রাব্য ভাষায় লিখেছেন ট্যুইটটি। ট্রোল করার পাশাপাশি, ব্যান করার দাবি উঠছে তাঁদের ছবি।
পিটিশন সই করাও চলতে চলতেই, বিহারে আইনজীবি সুধীর কুমার ওঝা ইতিমধ্যেই ভারতীয় দন্ডবিধি অনুযায়ী, ৩০৬, ১০৯, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করেছেন সলমন, করণ, সঞ্জয়, একতা, দিনেশ বিজন, ভূষণ কুমার, আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াদওয়ালার বিরুদ্ধে।
গোটা দেশ এঁদের এবং স্টারকিডদের বিরুদ্ধে ফুঁসছে। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই টার্গেট করা হচ্ছে তাঁদের।
করণ জোহারের ফলোয়াড়ের সংখ্যা কমেছে এগারো মিলিয়ন থেকে দশ মিলিয়ন। সলমন খান, আলিয়া ভাট, সোনম কাপুরের ফলোয়াড় সংখ্যা কমে চলেছে।