যেকোনও মুহূর্তে আসবে সুখবর, তার আগেই ক্রেভিংসে মন ভরছে মম টু বি অনুষ্কার
First Published Jan 9, 2021, 8:07 PM IST
অপেক্ষার প্রহর গুনছেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। কোনওভাবেই যেন সময় আর কাটছে না। আজ নয় কাল ফুটেফুটে কন্যাসন্তান কিংবা পুত্রসন্তান আসতে চলেছে তাঁদের জীবনে। জানুয়ারি মাসেই রয়েছে অনুষ্কার ডিউ ডেট। সময় যত এগিয়ে আসছে ততই যেন মনে মধ্যে অস্থিরতা ক্রমশ বাড়ছে। অধৈর্য্য হয়ে উঠেছে অনুষ্কা ও বিরাটের ভক্তরাও। তাঁদের সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন প্রায় একশো দুশো বার ক্লিক হয়েই চলেছে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন