শ্রীদেবীর আকস্মিক মৃত্যু আসলে প্ল্যান করা খুন, দাবি এসিপির
- FB
- TW
- Linkdin
শ্রীদেবী যদি বাথটাবেই ডুবে মারা গিয়ে থাকেন, তাহলে ডোবার সময় অবশ্যই হাত পা ছুড়ে বাঁচার চেষ্টা করেছেন।
পাঁচ ফুট ছয় ইঞ্চি ছিল ওনার উচ্চতা। বাথটাবটি ছিল চার ফুটের চেয়ে খানিকটা বড়ো।
পাঁচ ফুট ছয় ইঞ্চির একজন মহিলা কখনই একটি চার ফুটের বাথটাবে ডুবে মারা যেতে পারেন না।
যদিও ডুবে গিয়ে থাকেন, তাহলে হাত পা ছোড়াকালীন এক ফোঁটা জলও কেন বাথটাবের বাইরে পড়ল না। প্রশ্ন তুলেছিলেন বেদ।
বেদ ভূষণের পাশাপাশি পরিচালক সুনীল সিংও শ্রীদেবীর মৃত্যুকে খুন বলে দাবি করে একটি বীমার কথা প্রকাশ্যে এনেছিলেন।
ওমানে শ্রীদেবীর নামে বনি কাপুর ২৪০ কোটি টাকার একটি বীমা করান। যার ক্লজগুলির মধ্যে একটি জানার পরই শ্রীদেবীর মৃত্যু খুন বলে দাবি করেছিল অভিনেত্রীর ভক্তরাও।
বীমার পরিষ্কার লেখা, এই টাকা তখনই এনক্যাশ হবে যদি শ্রীদেবীর মৃত্যু কোনও কারণে দুবাইতে হয়।
বীমার এই ক্লজটি সামনে আসতে উঠে আসে আরও তথ্য। ধান দেনা সে সময় ডুবে ছিলেন বনি কাপুর। অর্জুন কাপুরের ছবিও তখন একের পর এক ফ্লপের খাতায়।
শ্রীদেবীর মেয়ে জাহ্নবী তখনও ডেবিউ করেননি। সব মিলিয়ে টাকার অত্যন্ত প্রয়োজন বনির।
দুয়ে দুয়ে চার করতেই অধিকাংশ ভক্তদের কথায়, এই বীমার আসল ক্লজ অনুযায়ী শ্রীদেবীকে দুবাইয়ের হোটেল জুমেরাই এমিরেটসের বাথরুমে খুন করা হয়।