- Home
- Entertainment
- Bollywood
- এই একটা বিষয় জাহ্নবীকে কোনও দিন বিশ্বাস করতে পারেননি শ্রীদেবী, মেয়ের সিক্রেট নিজেই করেছিলেন খোলসা
এই একটা বিষয় জাহ্নবীকে কোনও দিন বিশ্বাস করতে পারেননি শ্রীদেবী, মেয়ের সিক্রেট নিজেই করেছিলেন খোলসা
- FB
- TW
- Linkdin
পার্ফেক্ট বলতে যা বোঝায় ভক্তমহলের চোখে শ্রীদেবী ছিলেন তাই। তাঁর পর্দায় উপস্থাপনা থেকে শুরুকরে স্টারডাম, এক কথায় তাক লাগাতো সকলকেই।
সেই শ্রীদেবীর কন্যাই কতটা পার্ফেক্ট নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিতে। কতটা মায়ের মত নিজেকে গুছিয়ে উপস্থাপনা করার ক্ষমতা রাখেন, কী মনে করতেন শ্রীদেবী...
অভিনয় জগত নিয়ে মায়ের সঙ্গে কখনই সেভাবে কথা হত না বলেই জানিয়েছিলেন জাহ্নবী। শ্রীদেবী মেয়েদের নিজের সিদ্ধান্ত নিজেই নিতে দিতেন।
তবে একটা বিষয় তিনি ভরসা করতে না জাহ্নবী কাপুরকে। তা হল সম্পর্ক। জাহ্নবী পুরুষ বা পাটনার নির্বাচনের বিষয় পটু নয়।
এমনটাই মনে করতেন শ্রীদেবী। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী কাপুর জানিয়েছিলেন, কেন শ্রীদেবীর এই ধারনা জন্মায় জাহ্নবীকে নিয়ে!
জাহ্নবী খুব সহজেই মন দিয়ে ফেলেন সকলকে। খুব সহজেই ভালোবেসে ফেলেন। যে বিষয়টা মোটেই ভালো চোখে দেখতেন না তিনি।
পাশাপাশি জাহ্নবী এও বলেছিলেন, শ্রীদেবী সব সময় চাইতেন, নিজে কাউকে পছন্দ করে দেবেন জাহ্নবীর জন্য।
নিজে সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে জাহ্নবী জানিয়েছিলেন, তিনি নিজে কাউকে পছন্দ করে নেবেন, আর তিরুপতিতে গিয়ে সাবেকি মতেই বিয়ে করবেন। যদিও এখনও পাটনার নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি তিনি।