রসই মে কউন থা, আর কেউ না, খোদ শাহরুখ কন্যা সুহানা
- FB
- TW
- Linkdin
পড়াশুনা নিয়েই এখন ব্যস্ত সুহানা। যার ফলে অন্য কোনও দিকে মন দেওয়ার মিলছে না অনুমতী।
ফলে শাহরুখ কন্যার ভক্তরা বেজায় মন খারাপ করে অপেক্ষায় দিন গুণছেন। তবে এখনই মিলছে না কোনও সুসংবাদ।
তাই তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই এখন চোখে পড়ে এক অন্য ছবি। সুহানার পোস্ট মানেই তা মুহূর্তে ভাইরাল।
কেরিয়ার শুরু আগেই ভোগ ম্যাগাজিনের কভারে জায়গা করে নেওয়া এই স্টারকে পর্দায় না পেয়ে ছবিতেই বুঁদ হয়েছে ভক্তমহল।
কখনও হট পোজ, কখনও আবার উন্মুক্ত ক্লিভেজ, স্টানিং লুকে ঝড় তুলতে এক কথায় সিদ্ধ হস্ত সুহানা।
তাই বলে খান কন্যা এখন ব্যস্ত রান্না ঘরে। চিজ কাটার ছবি শেয়ার করতে মুহূর্তে তা হয়ে উঠল ভাইরাল।
পাশাপাশি শেয়ার করেছেন তিনি আরও এক ভিডিও। যা মুহূর্তে ভাইরাল হল নেট দুনিয়ায়।
যদিও সুহানার হোট পোজ নেটিজেনদের নজর কাড়ে, তবুও কোথাও যেন তাঁর হট লুকই আবার হয়ে ওঠে ট্রোলের শিকার।
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।