- Home
- Entertainment
- Bollywood
- 'আমি কালো- কুৎসিত', গায়ের রং নিয়ে কটাক্ষ, মোক্ষম জবাব দিলেন শাহরুখ কন্যা সুহানা
'আমি কালো- কুৎসিত', গায়ের রং নিয়ে কটাক্ষ, মোক্ষম জবাব দিলেন শাহরুখ কন্যা সুহানা
- FB
- TW
- Linkdin
স্টারকিডের এই তকমাটা যেন খুব একটা যায় না সুহানার সঙ্গে। ইতিমধ্যেই স্টারকিডের তকমা ঝেড়ে হট অবতারে ধরা দিয়েছেন সুহানা।
মাত্র ১২ বছর বয়সেই গায়ের রং কালো বলে কালি বলে উত্যক্ত করতে সকলেই। একাধিকবার নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল সুহানাকে।
গায়ের কালো রঙের জন্যই কুৎসিত বলে আক্রমণও করা হয়েছিল সুহানাকে।
এবার নিজের সোশ্যাল মিডিয়ায় বর্ণ বিদ্বেশ নিয়ে সরব হলেন সুহানা ।
নিজের ইন্সটা পোস্টে সুহানা জানিয়েছেন,যারা ক্রমাগত তাকে গায়ের রং নিয়ে হেনস্তা করেছে তাদের মেসেজ ও কমেন্টের স্ক্রিনশট নিয়ে বর্ণ বিদ্বেষের প্রতিবাদে ঝড় তুলেছেন সুহানা। তার বক্তব্য ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
সুহানা জানিয়েছেন, জন্মের পর থেকেই ভারতীয়দের গায়ের রং ব্রাউন। শরীর স্বাভাবিক নিয়মে মেলানিন নিজের বন্ধুত্ব তৈরি করে নয়।
হাজার চেষ্টা করেও এই নিয়মে পরিবর্তন আনা যায় না। আর এই কারণে কাউকে কটাক্ষের মুখে পড়তে হয়, সেটা খুবই দুঃখজনক।
এমন অনেকেই রয়েছেন, যাদের গায়ের রং বাদামী। তাই এই রং নিয়ে কটাক্ষ করার বা সমালোচনা করার কোনও কারণ নেই বলেও বার্তা দিয়েছেন শাহরুখ কন্যা।
এর পাশাপাশি কালি, কালো বলে ডাকাও এবার বন্ধ করার ডাক দিয়েছেন সুহানা। এর পাশাপাশি সুহানা এও জানিয়েছেন, ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতা ও শ্যামলা গায়ের রং নিয়েই তিনি ভীষণ খুশি।
শাহরুখ কন্যা সুহানা বর্তমানে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন। সম্প্রতি গ্রে পার্ট অফ ব্লু নামে একটি শর্ট ফিল্মে অভিনয়ও করতে দেখা গেছে সুহানাকে।
পড়াশোনার পাশাপাশি ম্যাগাজিনের ফোটোশুটও করতে দেখা গেছে সুহানাকে। তবে বলিউডে কবে পাকাপাকি আসতে চলেছেন শাহরুখ কন্যা, তা জানা যায়নি।
চলচ্চিত্র পরিচালক করণ জোহর ইতিমধ্যেই সুহানাকে দিয়ে অভিনয় করানোর কথা ভাবছেন, তবে শাহরুখ স্পষ্ট জানিয়েছেন, পড়াশোনা শেষ করে তবেই অভিনয় জগতে পা রাখবেন সুহানা। বর্তমানে করোনার জন্য তিনি মুম্বইতেই রয়েছেন।