সানির 'সোনালি জাদু', নেশায় বুঁদ হবেন আপনিও
| Published : Apr 14 2020, 02:39 PM IST / Updated: Apr 14 2020, 02:46 PM IST
সানির 'সোনালি জাদু', নেশায় বুঁদ হবেন আপনিও
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
লকডাউনের মাঝে সোনালি জাঁদু নিয়ে হাজির সানি লিওন।
210
সোনালি মনোকিনির ছবি পোস্ট করে ফের পেজ-থ্রির শিরোনামে উঠে এলেন সানি।
310
সোনার মতোই চকচকে তার গোটা শরীর। প্রতিটি ছবিতেই যেন উপচে পড়ছে তার ভরা যৌবন।
410
সৈকতের বোল্ডার মধ্যে সোনালি মনোকিনিতে বোল্ড অবতারে পোজ দিয়েছেন বেবি ডল।
510
তার শরীরী জাঁদুর মায়াজালে সকল পুরুষের ঘুম উড়িয়েছেন সানি।
610
তার শরীরী বিহঙ্গে কাত আট থেকে অষ্টাদশী।
710
মুহূর্তের মধ্যে ছবিতে লাইক, কমেন্টের সংখ্যা ক্রমশ বেড়ে গেছে। এবং শুধু তাই নয় হু হু করে ভাইরাল হয়েছে তার ছবিগুলি।
810
সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ তিনি। নিজের ইনস্টাগ্রাম, টুইটার ঘাটলেই তার প্রমাণ মেলে।
910
বি-টাউনে ইতিমধ্যেই নিজের একটি আলাদা জগত তৈরি করে ফেলেছেন এই লাস্যময়ী অভিনেত্রী।
1010
সানি লিওন সম্প্রতি কিছুদিন ধরেই পরিবার নিয়েই বেশি ব্যস্ত রয়েছেন। মা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছেলে-মেয়েদের নিয়েই বেশিরভাগ ছবি শেয়ার করেন।