- Home
- Entertainment
- Bollywood
- মায়ের কোলে এলো দ্বিতীয় সন্তান, জনপ্রিয়তা সংকটে, নেটদুনিয়ায় ব্যাপক ট্রোল করিনাপুত্র তৈমুর
মায়ের কোলে এলো দ্বিতীয় সন্তান, জনপ্রিয়তা সংকটে, নেটদুনিয়ায় ব্যাপক ট্রোল করিনাপুত্র তৈমুর
- FB
- TW
- Linkdin
রবিবার দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিলেন করিনা কাপুর। এতেই নাকি বেজায় চটে গিয়েছে তৈমুর আলি খান।
করিনার এই প্রথম সন্তানের এবার নাকি উপস্থিত কম্পিটিশন। সেই দুঃখেই নাকি মন খারাপ তৈমুরের।
করিনার পুত্র সন্তান হওয়ার খবর পাওয়া মাত্রই মিমে ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতা।
কখনও সামনে উঠে এলো তৈমুরের কাঁদো কাঁদো রূপ, কখনও আবার সামনে উঠে এলো চিন্তায় মগ্ন তৈমুর।
নেট দুনিয়া জুড়ে সকাল থেকেই তাই তৈমুর ঝড়। সিনেমার সংলাপ থেকে শুরু করে কোটেশন, তৈমুরের মনের কথা বুঝতে বাকি থাকল না নেট দুনিয়ার।
বাড়িতে আসতে চলেছে ভাই, খবর পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়ে তৈমুর ভাইরাল মিম।
আজ ঠিক সকাল দশটায় আমার জনপ্রিয়তা কমে গেল, মিমে ভাইরাল তৈমুর।
জনপ্রিয়তা সংকটে, নতুন ভাইয়ের খবর পাওয়া মাত্রই নাকি এমনই অবস্থা তৈমুরের, ভাইরাল মিম।
কেরিয়ার শেষ হয়ে গেল, চিন্তায় ভেঙে পড়ল তৈমুর, ভাইরাল মিম।
এখন আমার মিডিয়ার অ্যাটেশনের কী হবে বাবা, খবর পাওয়ার পরই তৈমুরের প্রশ্ন, ভাইরাল মিম।
ঠিক আছে আমি এবার চল্লাম, অভিমানি তৈমুরের মনের কথা বুঝে মিম বানালো নেটিজেন।
তাহলে আমার কাজ শেষ, অবাক হয়ে প্রশ্ন তৈমুরের, ভাইরাল মিম।
যার ফলে খুশির খবর মিললেও তৈমুরের ভাইকে দেখতে না পাওয়ার দুঃখই এখন সইফ করিনার ভক্ত মহলে।