- Home
- Entertainment
- Bollywood
- কেমন ভাবে সেজে উঠেছে সলমনের বিগ বসের ঘর, অন্দরমহলের ছবি লিক, ভাইরাল নেট দুনিয়ায়
কেমন ভাবে সেজে উঠেছে সলমনের বিগ বসের ঘর, অন্দরমহলের ছবি লিক, ভাইরাল নেট দুনিয়ায়
বিগবসের ঘরের ছবি নেট দুনিয়ায় ভাইরাল। লকডাউনের মধ্যেই নিয়ে সরগরম ছিল নেট পাড়া। একের পর এক টিজার সামনে আনতে থাকেন সলমন খান। ফার্ম হাউস থেকেই জানিয়েছিলেন খবর, শীঘ্রই নতুন সাজে আসতে চলেছে বিগ বসের নতুন সিজন। কেমনভাবে সেজে উঠেছে বিগ বসের ঘর...

শীঘ্রই শুরু হতে চলেছে জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস। সলমন খান টিজারেই জানিয়েছিলেন এবার নয়া সাজে আসছে বিগ বস।
যা দর্শকদের মনের কৌতুহলকে বাড়িয়ে তুলেছিল। কেমন হতে চলেছে এই ঘরের ছবি। কীভাবে তা সেজে উঠেছে!
তবে পর্বের জন্য আর অপেক্ষা করতে হল না দর্শকদের। তার আগেই নেট পাড়ায় ভাইরাল হয়ে উঠল সলমনের অন্দরমহল।
৩ অক্টোবর থেকে এই রিয়ালিটি শো সম্প্রচার করা হবে। করোনার কথা মাথায় রেখেই এবার খুব যত্নে সেট নির্মাণ করা হয়েছে।
আনা হয়েছে একাধিক পরিবর্তন। মুম্বই ফিল্ম সিটিতেই তৈরি করা হয়েছে বিগ বসের সেট।
অনবদ্য লুক ধরা পড়েছে ডাইনিং থেকে লবিতে। এবার বিগ বসে রাখা হয়নি কোনও বড় বেডও।
সকলের আলাদা আলাদা বিছানা ব্যবহারের কথা মাথায় রেখেই সাজিয়ে তোলা হচ্ছে বেড রুম।
চলতি মাসের শেষ থেকে শুরু হচ্ছে শ্যুটিং। তাই আর খুব বেশি অপেক্ষা নয়। ড্রইং রুমে সলমন আসছেন কয়েকদিনের মধ্যেই।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।