- Home
- Entertainment
- Bollywood
- "উনিশ বছর আগে 'সংস্কারি' অলোকনাথ আমায় ধর্ষণ করে", মিটু আন্দোলন যখন ঝড় তুলেছিল বলিউডে
"উনিশ বছর আগে 'সংস্কারি' অলোকনাথ আমায় ধর্ষণ করে", মিটু আন্দোলন যখন ঝড় তুলেছিল বলিউডে
- FB
- TW
- Linkdin
টেলিভিশন প্রযোজক, চিত্রনাট্যকার এবং পরিচালক বিনাত নন্দা, অলোকনাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন।
বছর দুয়েক আগে নিজের ফেসবুক প্রোফাইলের মারফত একটি বড়ো লেখা পোস্ট করেন বিনতা।
কুড়ি বছর আগে ঘটনাকে টেনে অলোকনাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন বিনতা।
বিনতা নিজের ফেসবুক পোস্টে সমস্ত ঘটনা খুলে বলার চেষ্টা করেছিলেন।
তিনি লিখেছিলেন, "উনিশ বছর পর মুখ খোলার কারণ একটাই। আমি বহু বছর ধরে ভয় ভয় কাটিয়েছিলাম।"
তিনি জানান, অলোকনাথ তাঁকে কেবল ধর্ষণ করেছেন তাই নয়, তাঁর পেশাগত জীবনও একেবারে ছাড়খাড় করে ফেলেছেন।
বিনতার প্রযোজনা সংস্থা বন্ধ হয়ে গিয়েছিল। ইন্ডাস্ট্রিতে কোনও ভাবে কাজ করে গিয়েছিলেন টাকার জন্য।
তখনও একবারের জন্যও মুখ খোলেননি তিনি। কারণ সেই সময় তিনি অর্থকষ্টে ছিলেন। টাকা উপার্জন করতেই হত তাঁকে।
অলোকনাথের বিরুদ্ধে কেবল বিনতাই নয়। বিনতার ফেসবুক পোস্টের পর মুখল খোলেন বহু অভিনেত্রীরা।
তাঁদের মধ্যে ছিলেন নবনীত নিশান এবং সন্ধ্যা মৃদুল। নবনীতকে তারা নামক ধারাবাহিক থেকে সরিয়ে দিয়েছিলেন অলোকনাথ, কারণ তিনি অলোকনাথেক কুপ্রস্তাবে রাজি হননি।