- Home
- Entertainment
- Bollywood
- হৃত্বিককে সত্যি টপকে গেলে টাইগার, কার আয় কত দূর, সম্পত্তির অঙ্ক সামনে আসতেই চোখ কপালে ভক্তদের
হৃত্বিককে সত্যি টপকে গেলে টাইগার, কার আয় কত দূর, সম্পত্তির অঙ্ক সামনে আসতেই চোখ কপালে ভক্তদের
- FB
- TW
- Linkdin
হৃত্বিক রোশন এক কথায় বলতে গেলে বলিউডের অন্যতম সুপারস্টার যাঁর লুক থেকে ডান্স, অভিনয়ে ফিদা সকলেই।
সেই তারকারই কেরিয়ার গ্রাফে মাঝে পড়ে গিয়েছিলেন বেশ কিছুটা গ্যাপ। পাশাপাশি কেরিয়ার শুরুর পর থেকেই টাইগার পাননি তেমন একটা ভালো সুযোগ।
এই দুইয়ের কাছেই মাইলস্টোন প্রমাণিত হয় ওয়ার ছবি। বক্স অফিসে ঝড় তোলা এই ছবি ঘিরে উঠে চাঞ্চল্য ছড়ায় ভক্তমহলে।
এই দুই তারকারই আয়ের বেশ খানিকটা অংশ ভরাট করেছে ওয়ার ছবি। সারা বিশ্বে এই ছবির ব্যাপক সাফল্যের ফলে দুই স্টারেরই দ্বিগুণ হয়েছে ভক্তমহলে চাহিদা।
এই ছবির পরই হৃত্বিকের আয়ের পরিমাণ হয়ে যায় দ্বিগুণ, সঞ্চয়ও তাই। কিন্তু টাইগারের ক্ষেত্রে অঙ্কটা কেমন দাঁড়ায়!
২০১৯ এ হৃত্বিকের আয় দাঁড়ায় ৫৮.৭৩ কোটি টাকা। যা ২০১৪ সালে ছিল ১৯.৫৬ কোটি টাকা। যা টাইগারের থেকে বেশ কম।
টাইগারের ২০২০ সাল পর্যন্ত মোট সম্পত্তির আর্থিক মূল্য ৭৮ কোটি টাকা। যা হৃত্বিকের থেকে অনেকটাই বেশি।