- Home
- Entertainment
- Bollywood
- অভিনেত্রী হতে চাননি রানি, বড় পর্দায় আসা বাংলা ছবির হাত ধরেই, জন্মদিনে রইল অজানা কাহিনি
অভিনেত্রী হতে চাননি রানি, বড় পর্দায় আসা বাংলা ছবির হাত ধরেই, জন্মদিনে রইল অজানা কাহিনি
- FB
- TW
- Linkdin
বলিউডে ২০০০ দশকে একের পর এক ছবি দর্শকদের উপহার দিয়ে ঝড় তুলেছিলেন রানি মুখোপাধ্যায়।
বলিউডের এই সুপারস্টারের হাতে খড়ি তবে বলিউডে নয়। বরং তাঁর হাতে খড়ি হয়েছিল অভিনয়তে বাংলা ছবির হাত ধরে।
বিয়ের ফুল, বিপরীতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরপরই বলিউডে সফর শুরু রানির।
রানি মুখোপাধ্যায় বরাবরই চেয়েছিলেন অন্যকোনও প্রফেশনে যেতে। প্রতিবার সাক্ষাৎকারে তেমনটাই জানিয়ে থাকেন তিনি।
অভিনেত্রী নন, তিনি অভিনয়টা পারেন না, এমনই ধারনা তাঁর। তিনি চেয়েছিলেন ডিজাইনার হতে।
রানি মুখোপাধ্যায় ব্যক্তিগত জীবনকে চর্চায় নিয়ে আসতে পছন্দ করেন না। তাঁর পরিবারকে তিনি আড়ালেই রাখেন।
এখনও পর্যন্ত আধিরা, অর্থাৎ তার মেয়েকে কারুর সামনে আনেন না রানি। বর্তমানে তিনি বলিউডে বেশ খানিকটা কম কাজ করছেন।
২০২০ সালে রানি মুখোপাধ্যায় সর্বাধিক আয়ের অভিনেত্রী ছিলেন, একের পর এক বিগ বাজেট ছবিতে কাজ করেছিলেন তিনি।