- Home
- Entertainment
- Bollywood
- Urfi Javed : 'ব্রা' না পরেই শরীর দেখাতে ব্যস্ত উরফি, উষ্ণতার পারদে কালঘাম ছুটছে নেটিজেনদের
Urfi Javed : 'ব্রা' না পরেই শরীর দেখাতে ব্যস্ত উরফি, উষ্ণতার পারদে কালঘাম ছুটছে নেটিজেনদের
- FB
- TW
- Linkdin
উরফি জাভেদের ফ্যাশন সেন্স নিয়ে চর্চা হওয়াটা নিত্য নতুন কোনও ঘটনা নয়। বরং পোশাকের কারণেই বারেবারে শিরোনামে উঠে আসছেন উরফি জাভেদ (Urfi Javed)। তার কাটাছেড়া পোশাক, শরীরী উষ্ণতা জমিয়ে উপভোগ করছেন ভক্তরা।
উরফি জাভেদের ফ্যাশন সেন্স নিয়ে চর্চা হওয়াটা নিত্য নতুন কোনও ঘটনা নয়। বরং পোশাকের কারণেই বারেবারে শিরোনামে উঠে আসছেন উরফি জাভেদ (Urfi Javed)। তার কাটাছেড়া পোশাক, শরীরী উষ্ণতা জমিয়ে উপভোগ করছেন ভক্তরা।
প্রতিদিনই শিরোনামে থাকতে নতুন পোশাকে ক্যামেরায় সামনে হাজির হন উরফি জাভেদ (Urfi Javed) । এমনকী অন্তর্বাস না পরেই পোশাক পরে রাস্তায় বেরিয়ে যান অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হল না।
সম্প্রতি অ্যাওয়ার্ড সেরেমনিতে অন্তর্বাস ছাড়ায় হাজির হলেন উরফি জাভেদ (Urfi Javed)। কাটাছেড়া পোশাকের ফাঁকে উন্মুক্ত শরীরের হাইভোল্টেজে কাঁপছে সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের মধ্যে উরফির এই উদ্ভট পোশাক নিয়ে কানাঘুসো শুরু হয়েছে।
শীতের পারদ চড়তেই উষ্ণতার পারদ চড়ালেন উরফি জাভেদ (Urfi Javed)। নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেই চলেছেন উরফি। সম্প্রতি রেড কার্পেট লুকে ফের বিতর্কের ঝড় তুলেছে নেটপাড়ার। যা নিয়েই শোরগোল শুরু হয়েছে।
সম্প্রতি অ্যাওয়ার্ড সেরেমনিতে বেগুনি রঙের প্যান্ট ও স্যুট পরে হাজির হয়েছিলেন নেটদুনিয়ার হট সেনসেশন (Urfi Javed)। তবে পুরো স্যুটের উপরের অংশটাই যেন ফাটাছেড়া। এমনকী স্যুটের ভিতরে যে তিনি কিছু পরেননি তাও স্পষ্ট।
ভিতরে না আছে অন্তর্বাস , না আছে কোনও শার্ট বা টপ। শুধু ব্লেজার পরেই অ্যাওয়ার্ড সেরেমনিতে হাজির হয়েছিলেন উরফি। ব্লেজারের ফাঁক দিয়ে উঁকি মারছে সুডৌল বক্ষযুগল। অতিরিক্ত ছেড়াফাটা পোশাক পরেই জনসমক্ষে হাজির হয়েছেন উরফি জাভেদ (Urfi Javed) ।
খালি গায়ে বুক খোলা জ্যাকেট পরেই বক্ষ-বিভাজিকা দেখিয়ে রাতের ঘুম কেড়ে নিয়েছেন ভক্তদের। তবে উরফির (Urfi Javed) এই পোশাক দেখেই নোংরা মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।
নেটিজেনরা বলেছেন, 'ঠান্ডার সময়ে এমন পোশাক পরো না'। কেউ আবার বলেছেন, 'ওর কি ঠান্ডা লাগে না'। কেউ আবার তার কনফিডেন্সকে স্যালুটও জানিয়েছেন (Urfi Javed) ।
বিতর্ক যেন পিছু ছাড়ে না উরফির (Urfi Javed) । উরফি জাভেদ মানেই টানটান উত্তেজনা। তেমনই বিগ বস ওটিটি-র প্রতিযোগিকে নিয়ে চর্চার শেষ নেই। হট অ্যান্ড বোল্ড অবতারে সবসময়েই যেন চর্চায় রয়েছেন উরফি। প্রতিদিনই কোনও না কোন নিত্যনতুন কান্ড ঘটিয়ে ভাইরাল হন উরফি জাভেদ। এবারও তার ব্যাতিক্রম হল না।