৪ বার প্রেমে বাধা পেয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বরুণ, ফাঁস হল বিয়ের Venue
First Published Jan 13, 2021, 7:12 PM IST
ডেভিড পুত্র বরুণ ধাওয়ানের বিয়ে নিয়ে উত্তাল বলিউড। সবকিছুই নাকি রেডি। সূত্রের খবর জানুয়ারিতে নাকি ছোটবেলার প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে গাটছড়া বাঁধতে চলেছেন বরুণ ধাওয়ান। এর আগেও বারেবারে ভেস্তে গিয়েছিল বরুণের বিয়ের দিন। অবশেষে ৪ বার প্রেমে বাধা পেয়ে অবশেষে ছাদনাতলায় ডেভিড পুত্র বরুণ ধাওয়ান।

একের পর এক বিয়ের খবরে মাতোয়ারা বি-টাউন। দীর্ঘদিন ধরে রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে জল্পনা চলছে। বিয়ের গুঞ্জনের মধ্যেই বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের বিয়ের খবরও শোনা যাচ্ছিল। চলতি বছরেই মে মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছিলেন বরুণ-নাতাশা। .

আগামী ২২ মে রাজকীয় বিয়ের আসর বসার কথা ছিল বি-টাউনে। কিন্তু করোনা ভাইরাসই বাধা হয়ে দাঁড়িয়েছে বরুণের জীবনে। উল্লেখ্য,গত বছরও বিয়ের তোড়জোড় শুরু করেও থেমে গেছিলেন বরুণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে বরুণ জানিয়েছেন, ২০২১ সালেই সম্ভবত গাটছড়া বাঁধতে চলেছেন নাতাশার সঙ্গে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন