- Home
- Entertainment
- Bollywood
- কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন
কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন
কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন

‘মর্দানি ৩’
রানি মুখার্জির ‘মর্দানি ৩’-এর ট্রেলার প্রকাশিত হয়েছে। ছবিতে এসিপি শিবানী শিবাজী রায়ের ভূমিকায় ফিরছেন রানি। এবার তিনি মানব পাচার চক্রের প্রধান ‘আম্মা’-কে খুঁজে বের করবেন।
‘মর্দানি ৩’
কথায় বলে, একজন নায়ক ততটাই ভালো যতটা তার প্রতিপক্ষ। ‘মর্দানি ৩’-এর খলনায়িকাও আগের দুটির মতোই অপ্রতিরোধ্য। ট্রেলার মুক্তির কয়েক মিনিটের মধ্যেই মল্লিকা প্রসাদ দর্শকদের মন জয় করেছেন।
‘মর্দানি ৩’
মল্লিকা প্রসাদ একজন অভিনেত্রী, পরিচালক, শিক্ষিকা এবং থিয়েটার শিল্পী। বেঙ্গালুরুতে জন্মগ্রহণকারী এই অভিনেত্রী লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পারফরম্যান্স মেকিং-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
‘মর্দানি ৩’
১৯৯৯ সালে ‘কানুরু হেগ্গাদিথি’ ছবির মাধ্যমে তাঁর চলচ্চিত্র জীবন শুরু হয়। ২০০১ সালের ছবি ‘গুপ্তগামিনী’-তে তিনি প্রথম প্রধান ভূমিকায় অভিনয় করেন। তিনি একজন জনপ্রিয় কন্নড় অভিনেত্রী।
‘মর্দানি ৩’
তিনি কঙ্কনা সেন ও মনোজ বাজপেয়ী অভিনীত সিরিজ ‘দ্য কিলার স্যুপ’-এ কাজ করেছেন। এছাড়া অনুরাগ কাশ্যপের ‘অলমোস্ট পেয়ার’-এও অভিনয় করেন। তাঁর পরিচালিত শর্ট ফিল্ম ‘ফর মাই ইলা’ পুরস্কারও জিতেছে।
‘মর্দানি ৩’
অভিরাজ মিনাওয়ালার পরিচালনায় ‘মর্দানি’র তৃতীয় কিস্তিতে একটি আকর্ষণীয় গল্প রয়েছে। রানি মুখার্জি, জানকী বোদিওয়ালা এবং মল্লিকা প্রসাদ এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

