- Home
- Entertainment
- Bollywood
- বিয়ের পর ইস্তান্বুলে হানিমুন, বরুণ-নাতাশ মধুচন্দ্রিমার এক রাতের খরচ শুনলে চোখ উঠবে কপালে
বিয়ের পর ইস্তান্বুলে হানিমুন, বরুণ-নাতাশ মধুচন্দ্রিমার এক রাতের খরচ শুনলে চোখ উঠবে কপালে
আলিবাগের ম্যানশনে এলাহি আয়োজন। কম সংখ্যক অতিথি হলেও আলিশান ব্যবস্থা। তবুও বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের বিয়ের প্রস্তুতি এবং বিলাসবহুল ব্যবস্থায় ছিল না কোনও খামতি। ২০২০ সালের বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল তাঁদের। করোনার জন্যই তা পিছিয়ে যায়। সমস্ত বুকিং ছিল কমপ্লিট। অবশেষে সমস্ত কিছুই বাতিল করে দিতে বাধ্য হন তাঁরা।
- FB
- TW
- Linkdin
অবশেষে করোনা আবহের মাঝেই সমস্ত বিধিনিষেধ মেনেই বিয়ে সম্পন্ন হল তাঁদের।
আলিবাগের আলিশান ম্যানশন থেকে খুব শীঘ্রই তাঁরা রওনা দিতে চলেছেন ইস্তান্বুল, তুর্কির দিকে।
ইস্তানবুলই হল সেলেব দম্পতির হানিমুন ডেস্টিনেশন। রাজপ্রাসাদেই কাটবে বরুণ-নাতাশার মধুচন্দ্রিমার প্রতিটি রাত।
ইস্তানবুলের সিরগান প্যালেস কেম্পিস্কিতে থাকবেন তাঁরা। বিলাসিতা দেখলে চোখ কপালে উঠবে আপনার
এক রাতের জন্য থাকার খরচ প্রায় ৩০,০০০ ইউরো। ভারতীয় মুদ্রায় যার মূল্য হল প্রায় ২৭ লাখ টাকা।
প্রতি রাতের খরচ যদি ২৭ লাখ হয় তবে চার রাতেই সেই খরচ দাঁড়ায় এক কোটিরও বেশি।
রাজকীয় এলাহি ব্যবস্থা রয়েছে এই রাজপ্রাসাদে। যেখানকার সুলতান স্যুইটে তাঁরা থাকবেন বলেই জানা যাচ্ছে।
সুলতান প্যালেসের এই খরচের মধ্যে থাকছে একটি প্রকান্ড লিভিং রুম, দুটি বেডরুম, প্রাইভেট তুর্কি হামাম, যেখানে গোল্ড প্লেটেড ও ক্রিস্টাল ফসেটস বসানো।
চোখ ধাঁধিয়ে যাবে প্রাসাদের প্রতিটি কোণায় নজর গেলে। বিলাসিতার গন্ধ ম ম করছে চারিদিক।
রবার্ট ডাউনি জুনিয়রের মত একাধিক হলিউড তারকারা এই প্যালেসে এসে থেকেছেন। বসফরাস ব্রিজ দেখা যায় এই হোটেলের গার্ডেন এরিয়া থেকে।