'শেষ ইচ্ছে পূরণ হল না ঋষির', চিরনিদ্রায় ডুব দিলেন বলিউডের মহাতারকা
- FB
- TW
- Linkdin
হাসপাতালে ভর্তি হওয়ার কয়ের ঘন্টার মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন অভিনেতা।
গতকালই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বলিউড অভিনেতা ঋষি কাপুর। বুধবার তাঁকে মুম্বইয়ের স্যর এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
এই বছরটা যেন বলিউডের খুব খারাপ সময়। একের পর এক মহাতারকাকে হারাল ভারতীয় চলচ্চিত্র জগৎ।
তার দীর্ঘদিনের ইচ্ছা ছিল ছেলে রণবীর কাপুর তাড়াতাড়ি বিয়ে করে নিক। কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হল না অভিনেতার।
একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর কাপুর। বর্তমানে আলিয়া ভাটের সঙ্গেই সম্পর্কে রয়েছেন অভিনেতা।
দীর্ঘদিন ধরেই তাদের বিয়ে নিয়ে টিনসেল টাউনে জল্পনা চলছিল। ডিসেম্বরেই বিয়ে হওয়ার কথা ছিল।
একমাত্র ছেলে এবং হবু বউমাকে আর একসঙ্গে দেখে যেতে পারলেন না অভিনেতা।
চলতি বছরেরই ফেব্রুয়ারি মাসে দিল্লির দূষণে অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি কাপুর। সেসময়ও হাসপাতালে ভরতি করতে হয়েছিল তাঁকে।
অসুস্থতার কারণে আরমান জৈনের বিয়েতে যেতে পারেননি ঋষি, নীতু ও রণবীর কেউই। এবার মাস দুয়েক গড়াতেই ফের অসুস্থ হলেন অভিনেতা।
হলিউডি রিমেক ছবি 'দ্য ইনর্টান'-এ অভিনয় করার কথা ছিল ঋষি কাপুরের। যেখানে তার বিপরীতে দীপিকা পাড়ুকোনকে দেখা যেত। অভিনেতা ইরফান খানের মৃত্যুর পর ঋষি কাপুরের মৃত্যুতে গোটা চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।