- Home
- Entertainment
- Bollywood
- নবদম্পত্তির বিয়ের ছবি ভাইরাল সোশ্যাল সাইটে, ইন্সটাগ্রামে ছবি পোস্ট বিক্রান্ত মেসির
নবদম্পত্তির বিয়ের ছবি ভাইরাল সোশ্যাল সাইটে, ইন্সটাগ্রামে ছবি পোস্ট বিক্রান্ত মেসির
- FB
- TW
- Linkdin
শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের দুই তারকা বিক্রান্ত মেসি ও শীতল ঠাকুর। পরিবার পরিজন ও খুব কাছের বন্ধুবান্ধবদের নিয়ে প্রাইভেট ওয়েডিং সেরিমনির মধ্যে দিয়েই চার হাত এক করে নতুন জীবন শুরু করলেন বলিপাড়ার এই তারকা জুটি। বিয়ের পর নিজেদের প্রথম ছবি সোশ্যাল সাইট ইন্সটাগ্রামে শেয়ার করলেন নবদম্পত্তি। দুজনেই নিজেদের সোশ্যাল সাইট ইন্সটগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করেছেন।
আর পাঁচ জন সাধারণ মানুষের মত তারকাও বিয়ের ছবি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের উদ্দেশ্যে নিজেদের ইন্সটাগ্রাম প্রোফাইলে বিয়ের সুন্দর সুন্দর মুহুর্তের ছবি শেয়ার করেছেন বিক্রান্ত মেসি ও শীতল ঠাকুর। বিয়ের সাজে নবদম্পত্তিকে দেখে মুগ্ধ নেটিজেনরা। দীর্ঘ প্রেমের পর প্রেমের মাস অর্থাৎ ফেব্রুয়ারতেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিক্রান্ত মেসি ও শীতল ঠাকুর।
সাত বছরের প্রেমের জার্নি থেকে এবার সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের এই লাভবার্ডস। কথাতেই আছে সাত জন্মের সম্পর্ক। সেই বিষয়টাকে কেন্দ্র করেই নবদম্পত্তিও সোশ্যাল সাইট ট্যুইটারে লিখেছেন, সাত বছরের প্রেম অবশেষে পরিণত হল শুভ পরিণয়ে। নতুন জীবন শুরুর জন্য সকলের ভালবাসা ও আশীর্বাদ কামনা করেছেন মিস্টার অ্যান্ড মিসেস মেসি।
বিক্রান্ত মেসি তাঁর নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নবদম্পত্তি বিয়ের প্রথম ছবি পোস্ট করার পরই ইন্ডাস্ট্রির বন্ধুদের শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছ কমেন্ট বক্স। তাপসী পান্নু থেকে শুরু করে ববি দেওল, এষা গুপ্তা, মৌনি রয়, কৃতি খারবান্দা, সোনাক্ষী সিনহা সহ নকুল মেহেতা, আদিত্য নারায়ণের মত বলিপাড়ার বহু তারকারা বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন বিক্রান্ত ও শীতলকে।
সোশ্যাল সাইটে শেয়ার করা হয়েছিল গায়ে হলুদের ভিডিও। সেই ভিডিওতে একদম দেশী স্টাইলে দেশী গার্লের তালে নাচতে দেখা গেছে দুজনকে। ২০১৯ সালে বিক্রান্ত ও শীতলের রোকা সেরিমনি অনুষ্ঠিত হয়েছিল। তার ঠিক দুই বছরের মাথায় হল মালাবদল।
এএলটি বালাজির ওয়েব সিরিজ ব্রোকেন বাট বিউটিফুলে অনস্ক্রিন জুটি ছিলেন বিক্রান্ত মেসি ও শীতল ঠাকুর। রিল লাইফের জুটি এবার রিয়েল লাইফের স্বামী-স্ত্রী। খুব শীঘ্রই জি ফাইভের লাভ হস্টেল ওয়েব সিরিজে দেখা যাবে শীতলের হাবি থুরি, বিক্রান্ত মেসিকে। শুক্রবার হিন্দু বিবাহ মতে ছাদনাতলায় সাত পাক ঘুরে বিয়ের বাঁধনে বাঁধা পড়েছ বিক্রান্ত মেসি ও শীতল ঠাকুর।
অভিনেতা বিক্রান্ত মেসির শেয়ার করা প্রথম বিয়ের ছবিতে দেখা যাচ্ছে বর-কনের সাজ। একদিকে বিক্রান্ত দুধ সাদা পাঞ্জাবীর সঙ্গে গোলাপি পাগরীতে সেজে পৌঁছেছেন বিয়ের মন্ডপে। অন্যদিকে লাল লেহেঙ্গা আর সোনার গয়নাতে নববধূর সাজে যেন চোখ ফেরানো যাচ্ছিল না বিক্র ঘরণীর দিক থেকে। বিয়ের সাজে সাত পাক ঘুরে চার হাত এক করে গোটা জীবন একসঙ্গে কাটানোর শপথ নিয়েছেন বিক্রান্ত-শীতল। বিয়ের আসরেই মনের মানুষের দিকে তাকিয়ে রয়েছেন শীতল। আর তাঁর সেই ক্যান্ডিড ছবি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন বিক্রান্ত।
বিক্রান্ত মেসি ও শীতল ঠাকুরের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই কমেন্ট বক্স উপচে পড়েছে ভক্তদের শুভেচ্ছায়। অনস্ক্রিনেই এই তারকা জুটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। এবার রিয়েল লাইফে স্বামী-স্ত্রীর ভূমিকায় বিক্রান্ত-শীতলের গাঁটছড়ার খবরে খুশই ভক্তরা। আর বিয়ের সাজে তঁদের অনবদ্য লুক এখন ভাইরাল নেটদুনিয়ায়।