সানি লিওন নাকি সমকামী, প্রথম দেখে তেমনটাই ভেবেছিলেন স্বামী ড্যানিয়েল
| Published : Apr 03 2020, 02:59 PM IST
সানি লিওন নাকি সমকামী, প্রথম দেখে তেমনটাই ভেবেছিলেন স্বামী ড্যানিয়েল
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
113
রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেরও নানা মুহূর্ত শেয়ার করে সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে থাকেন অভিনেত্রী সানি লিওন।
213
শুধু তাই নয়, স্বামীর সঙ্গে নানা ধরনের খুনসুটিতেও মেতে ওঠেন অভিনেত্রী।
313
আর এইবারও এরকমই একটি কান্ড ঘটিয়েছেন সানি যা প্রকাশ্যে আসা মাত্রই তাকে নিয়ে ফের চর্চা শুরু হয়ে গেছে।
413
একটি সাক্ষাৎকারে সানি জানিয়েছিলেন, তিনি যখন লাস ভেগাসে থাকতেন তখন এক বান্ধবীর সঙ্গে থাকতেন। স্বামী ড্যানিয়েলের ব্যান্ডের একজনের সঙ্গেই দেখা করতে যাচ্ছিলেন সানি। তিনি হলেন পাওলি শোর। একজন কৌতুক অভিনেতা। কিন্তু তিনি সানিকে ডাম্প করে। অবশেষে পাওলির কারণেই ড্যানিয়েলের সঙ্গে দেখা হয় সানির।
513
সানি আরও জানিয়েছেন, তাদের প্রথম দেখাতেই ড্যানিয়েল তাকে সমকামী ভেবেছিলেন। আসলে সানি যেই বন্ধুর সঙ্গে সেখানে গিয়েছিলেন তার পুরুষালী চেহারার জন্যই নাকি ড্যানিয়েল তেমনটা ভেবেছিলেন।
613
ড্যানিয়েল সেদিন সম্পূর্ণ ভুলই ভেবেছিলেন। এরপর ড্যানিয়েল বলেছিলেন তার যেভাবে দুজন-দুজনের হাত ধরে ছিলেন তাতে বুঝতে আমারই ভুল হয়েছিল।
713
সম্প্রতি কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেন ড্যানিয়েল। শুধু ব্যক্তিগত বিষয়েই নয়, কাজ নিয়ে তার ভীষণ খোলাখুলি আলোচনা করেন। দুজনই দুজনকে যোগ্য সম্মান করেন।
813
একটানা তিনবছর একসঙ্গে থাকার পর ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবরকে বিয়ে করেন সানি লিওন। ড্যানিয়েল পেশায় একজন সংগীত শিল্পী।
913
বর্তমানে তাদের তিনটি সন্তান রয়েছে।সানি লিওন সম্প্রতি কিছুদিন ধরেই পরিবার নিয়েই বেশি ব্যস্ত রয়েছেন।
1013
মা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছেলে-মেয়েদের নিয়েই বেশিরভাগ ছবি শেয়ার করেন।
1113
সানি লিওন। নামটা শুনলেই বুকের ভিতরটা যেন কেমন চিনচিন করে ওঠে। তার শরীরী বিহঙ্গে কাত আট থেকে অষ্টাদশী।
1213
বরাবরই নেটদুনিয়ায় অ্যাক্টিভ অভিনেত্রী সানি লিওন। ইনস্টাগ্রাম, টুইটার ঘাটলেই তার প্রমাণ মেলে।
1313
বি-টাউনে ইতিমধ্যেই নিজের একটি আলাদা জগত তৈরি করে ফেলেছেন এই লাস্যময়ী অভিনেত্রী।