- Home
- Entertainment
- Bollywood
- স্টানিং গার্লফ্রেন্ডের থেকে এই বিষয়টা আশা করেননি অর্জুন, কী এমন কাণ্ড ঘটিয়ে বসলেন মালাইকা
স্টানিং গার্লফ্রেন্ডের থেকে এই বিষয়টা আশা করেননি অর্জুন, কী এমন কাণ্ড ঘটিয়ে বসলেন মালাইকা
মালাইকা আরোরা মানেই হট পোজ থেকে শুরু করে হট লুক। ছবির জগতে বেশকিছু বছর মালাইকার দর্শন না পাওয়া গেলেও বর্তমানে তিনি বিভিন্ন রিয়ালিটি শো-এর দাপটে সকলের নজরের কেন্দ্রে। মালাইকার ৪৫ শের গণ্ডি পেড়িয়েও তিনি আজ ভক্তমহলে ঝড় তুলছেন। অথচ এমন স্টানিং গাল্রফ্রেডের এই একটা বিষয় মোটেই পছন্দ করেন না অর্জুন কাপুর।

malaika arora
মালাইকা ও অর্জুন কাপুরের প্রেমের সম্পর্ক এক কথায় বলিউডের এখন হটকেক। এই দুই জুটি বর্তমানে লিভইনেই রয়েছেন।
malaika arora
মালাইকা ও অর্জুন কাপুরের প্রেমের সম্পর্ক এক কথায় বলিউডের এখন হটকেক। এই দুই জুটি বর্তমানে লিভইনেই রয়েছেন।
তবে ভালোবাসার কাছে সে সবই তুচ্ছ। ট্রোলকে থোরাই কেয়ার, দিব্য রয়েছেন এই জুটি। তাঁদের প্রেমের সম্পর্কের মাঝে কোনও পরিস্থিতি অন্তরায় হয়ে দাঁড়ায়নি।
মালাইকা, বলিউডের এই হট ডিভাকেই নিজের মন দিয়ে বসেন অর্জুন কাপুর। যাঁর পার্ফেক্স ফিগারের কেমিষ্ট্রিতে ঝড ওঠে নেটপাড়া।
অথচ মালাইকার এই একটা বিষয় মোটেই পছন্দ করেন না অর্জুন কাপুর। তাঁর কথায় মালাইকা তাঁর সুন্দর ছবি তুলতে পারেন না|
মালাইকা ফ্রেমে থাকলে অর্জুন যেভাবে ছবি তুলে দিয়ে থাকেন, মালাইকা ঠিক সেই ফ্রেমে ধরতে পারেন না অর্জুনকে।
ফ্রেমিং-এ খামতি থেকে যায়। সম্প্রতি সাক্ষাৎকারে এসে সম্পর্কের অন্দরমহলের এই গোপন রহস্য ফাঁস করলেন মালাইকা।
যদিও তাঁদের ভালোবাসার কাছে এই ছোট খাটো মান অভিমান কিছুই নয়। বরং এখন দুই তারকার চোখেই বিয়ের স্বপ্ন। বিয়ে নিয়ে অর্জুন কাপুর মুখ না খুললেও বিয়ে করতে চান মালাইকা, তা স্পষ্টই জানিয়ে দিলেন সাক্ষাৎাকের।
অর্জুন কাপুর বরাবরই নিজের কাজ নিয়ে বেশ খুঁতখুঁতে। একাধিকবার মিলেছে তার প্রমাণ। সম্পর্ক নিয়েও তিনি সেই বিষয় খুব একটা যে ছাড় দিয়ে থাকেন, তেমনটা নয়।
যার ফলে মাঝে মধ্যে এই জুটি একে অন্যকে নিয়ে প্রকাশ্যে মুখ খুলে থাকেন। যা এক কথায় বলতে গেলে মুহূর্তে নজর কাড়ে ভক্তমহলের।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।