- Home
- Entertainment
- Bollywood
- হানিমুনে যাওয়ার পথে ঐশ্বর্য প্রথম বচ্চনবধূ বলে ডাকা শোনেন, পলকে কি প্রতিক্রিয়া দিয়েছিলেন রাইসুন্দরী
হানিমুনে যাওয়ার পথে ঐশ্বর্য প্রথম বচ্চনবধূ বলে ডাকা শোনেন, পলকে কি প্রতিক্রিয়া দিয়েছিলেন রাইসুন্দরী
- FB
- TW
- Linkdin
ঐশ্বর্য রাই বচ্চন মানেই এক কথায় বলতে গেলে এক সুপারস্টার যিনি বলিউড থেকে হলিউড, সর্বত্র নিজের নামেই পরিচিত।
সেরা সুন্দরী উপাধী পাওয়া থেকে শুরু করে অভিনয়ের দাপটে বলিউডে রাজ করা, কিছুই বাদ পড়ে না তার তালিকা থেকে।
সেই সেলেবের জীবনেই আসে রোম্যান্সের ঝড়। একের পর এক তারকা মন দিয়েছে এই হট ডিভাকে।
তবে নিজের জীবনে কাকে সব থেকে বেশি ভরসা করা যায়, তা বেছে নিয়েছিলেন নিজেই। তিনি হলেন অভিষেক বচ্চন।
অমিতাভ বচ্চনের পরিচয়তেই শুরুতে যার পরিচয় ছিল চাপা। তবে ঐশ্বর্যের ক্ষেত্রে এমনটা কখনও হয়নি।
অন্য কারুর পরিচয় পরিচিতি পেতে হয়নি তাঁকে। কিন্তু বিয়ের পর এ কী শুনতে হল রাই সুন্দরীকে।
প্রকাশ্যেই তাঁকে ডাকা হল মিসেস বচ্চন হবলে। তিনি তখন যাচ্ছিলেন হানিমুনে অভিষেকের সঙ্গে।
সম্বধোন শুনে প্রথমে থমকে যান ঐশ্বর্য, তবে কি বচ্চনের পরিচয়েই বাঁচতে হবে এবার। কিন্তু মুহূর্তে পাল্টায় মুড।
অভিষেকের দিকে তাকিয়ে তিনি হেঁসে ফেলেন। বুঝতে পারেন তাঁর বিয়ে হয়ে গিয়েছে। সেই ডাকই যেন তাঁর ঘুম ভাঙিয়েছিল।
তার তিনি সিঙ্গল নন, এখন তিনি বিবাহিত। তাঁর সঙ্গে জড়িয়েছে অন্য একজনের নাম। তিনি গর্ব বোধ করেন।
এছাড়াও প্রতিদিন মেনুতে কুমড়ো থাকা মানেই শরীরে প্রোটিনের ব্যালেন্স বজায় থাকা।