- Home
- Entertainment
- Bollywood
- স্কুলজীবনে প্রথম সঙ্গম, প্রেমিকার সঙ্গে অবাধ যৌনতা, ২০ বছরেই বাবা হতেন রণবীর, কে সামলেছিল অভিনেতাকে
স্কুলজীবনে প্রথম সঙ্গম, প্রেমিকার সঙ্গে অবাধ যৌনতা, ২০ বছরেই বাবা হতেন রণবীর, কে সামলেছিল অভিনেতাকে
- FB
- TW
- Linkdin
একাধিক প্রেম এসেছে বলি অভিনেতা রণবীর কাপুরের জীবনে। ছোট বয়স থেকেই ডেটিং,লিভ-ইন , ভার্জিনিটি লস এসব যেন জলভাত রণবীরের।
বলি ইন্ডাস্ট্রিতে এসেও কাপুর পরিবারের চকোলেট বয় বলিউডের মস্তানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, যদিও সেই কিসসা অতীত হলেও তাদের ঘনিষ্ঠ প্রেম নিয়ে সবসময়েই সরগরম পেজ থ্রি-র পাতা।
সম্পর্ক অতীত হলেও তা নিয়ে জলঘোলা চলছেই। দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর আজও নিজেদের ভাল বন্ধু বলে দাবি করেন।
স্কুল জীবনেই ভার্জিনিটি লস থেকে প্রেমিকার সঙ্গে সঙ্গম, সবেতেই সিদ্ধহস্ত রণবীর। ২০ বছরেই নাকি বাবা হতে চেয়েছিলেন ঋষি পুত্র।
৩৮ বছরের রণবীর আজ নয়, বরং ১৮ বছর আগেই ২০-র কোঠাতেই বাবা হতে চাইতেন। শুধু তাই নয়, তিনি নিজেই সেকথা জানিয়েছিলেন। বিষয়টি একটু খোলসা করে বলা যাক।
রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোনের মোস্ট পপুলার ছবি 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ৮-এ পা দিল। ছবির চরিত্র বানির চরিত্রর সঙ্গে কিছুতেই নিজেকে মেলাতে পারছিলেন না রণবীর।
বিয়ে, প্রেম, সন্তান সবেতেই ছিল বানির অনীহা। কোনও সংসারের গন্ডিতে নিজেকে বেঁধে মা রেখে স্বাধীন জীবনই পসন্দ ছিল বানির।
ছবির ট্রেলার মঞ্চেই ৩০-এর রণবীর সকলের সামনে বলেছিলেন, ২০ বছরেই জীবনে স্থিতু হতে চেয়েছিলেন। কিন্তু পরিচালক অয়ন মুখোপাধ্যায় তার পুরো ভাবনাটাই বলতে দেন।
রণবীর বলেছিলেন, 'আমি যখন বিয়ের জন্য তাড়াহুড়ো করছিলাম। বলছিলাম আমি বিয়ে করতে চাই, এবং বাবা হতে চাই'। তখনই অয়ন আমায় বলেছিল, 'সবে তো কেরিয়ার শুরু করেছ, জীবনটা একটু দেখেশুনে তারপর বিয়ে করো'।
বর্তমানে আলিয়া ভাটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলিউডের চকোলেট হিরো রণবীর কাপুর। তাদের বিয়ের খবরে উত্তাল টিনসেল টাউন।
করোনাই যে কাঁটা হয়ে দাঁড়িয়েছে তা স্পষ্ট। নাহলে এতদিনে ছাদনাতলায় পৌঁছে যেতেন রণবীর-আলিয়া। এবং একথা রণবীর নিজেই সাক্ষাৎকারে জানিয়েছেন।