- Home
- Entertainment
- Bollywood
- করিনা 'ম্যাম'-এর সঙ্গে বিয়ের আগেই শারীরিক সম্পর্ক, টক শো-তে সইফের পর্দাফাঁস বেবোর
করিনা 'ম্যাম'-এর সঙ্গে বিয়ের আগেই শারীরিক সম্পর্ক, টক শো-তে সইফের পর্দাফাঁস বেবোর
বলিউডের অন্যতম নবাব পাওয়ার কাপল সইফ আলি খান ও করিনা কাপুর খান সর্বদাই শিরোনামে থাকেন। বিয়ে করার আগে একে অপরের কো-স্টার হিসেবেই কাজ করেছেন এই পাওয়ার কাপল। ওমকারা ছবিতে একসঙ্গে কাজ করলেও তাদের সম্পর্ক অতটাও ভাল ছিল না। জানেন কি সেই সময় করিনাকে ম্যাম বলে সম্বোধন করতেন সইফ আলি খান। এই ম্যামের প্রেমে পড়েই লিভ-ইনে থাকতে চেয়েছিলেন সইফ আলি খান। টক শো-তে সইফের গোপনীয়তা ফাঁস করলেন স্বয়ং করিনা নিজে।

৪০ বছর বয়সী বলি অভিনেত্রী করিনা কাপুর খান সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। তবে বিয়ে-সন্তান-সম্পর্ক নিয়ে সবসময়েই লাইমলাইটে থাকেন করিনা। বর্তমানে ২ ছেলেকে নিয়ে সুখের সংসার সইফিনারা।
৪০ বছর বয়সী বলি অভিনেত্রী করিনা কাপুর খান সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। তবে বিয়ে-সন্তান-সম্পর্ক নিয়ে সবসময়েই লাইমলাইটে থাকেন করিনা। বর্তমানে ২ ছেলেকে নিয়ে সুখের সংসার সইফিনারা।
বিয়ে করার আগে একে অপরের কো-স্টার হিসেবেই কাজ করেছেন এই পাওয়ার কাপল। ওমকারা ছবিতে একসঙ্গে কাজ করলেও তাদের সম্পর্ক অতটাও ভাল ছিল না।
জানেন কি সেই সময় করিনাকে ম্যাম বলে সম্বোধন করতেন সইফ আলি খান। এই ম্যামের প্রেমে পড়েই লিভ-ইনে থাকতে চেয়েছিলেন সইফ আলি খান।
সেটে ঠিকমতো কথা হতো না সইফিনার। করিনা গুড মর্নিং উইশ করলে সইফ তার উত্তরে গুড মর্নিং ম্যাম বলে সম্বোধন করতেন করিনা।
দিদি করিশ্মার সূত্র ধরেই আলাপ সইফের সঙ্গে। তারপরই 'টশন' ছবিতেই একে-অপরকে মন বিনিময় হয়েছিল সইফ-করিনার। তারপর বেশ কয়েকটি ছবিতেই একসঙ্গে দেখা গিয়েছিল এই লাভবার্ডসকে।
টক শো-তে গিয়ে করিনা ফাঁস করে দিয়েছেন সইফের গোপনীয়তা। করিনা জানিয়েছিলেন, সেই সময় অন্য সম্পর্কে ছিলেন সইফ। তার প্রেমের কথাও জানতেন করিনা।
প্রেমপর্ব চলাকালীন লিভ-ইনে যেতে চেয়েছিলেন সইফ। তবে বিয়ের আগে লিভ-ইন করতে হলে মা ববিতার অনুমতি নিতে হবে বলে জানিয়েছিলেন সইফকে।
সেই ম্যামের সঙ্গে অবশেষে বিয়ের আগে লিভ-ইন করেছিলেন সইফ। তারপরই বিয়ের সিদ্ধান্ত নেন সইফ-করিনা।