- Home
- Entertainment
- Bollywood
- অন্তর্বাস খুলে 'অর্ধনগ্ন' হয়ে যৌনদৃশ্যে অভিনয়, অনস্ক্রিন সঙ্গমে কি রাজি হয়েছিলেন প্রিয়ঙ্কা
অন্তর্বাস খুলে 'অর্ধনগ্ন' হয়ে যৌনদৃশ্যে অভিনয়, অনস্ক্রিন সঙ্গমে কি রাজি হয়েছিলেন প্রিয়ঙ্কা
- FB
- TW
- Linkdin
অভিনেত্রী-গায়িকা-প্রযোজকের পর লেখিকা প্রিয়ঙ্কা চোপড়া। সম্প্রতি নিজের আত্মজীবনী 'আনফিনিশড' -এ জীবনে নানা অভিজ্ঞতাকে তুলে ধরছেন প্রিয়ঙ্কা চোপড়া।
তবে শুধু বি-টাউনই নয়, হলিউডেও বেশ পরিচিত বলিউডের দেশি গার্ল। খুব অল্প সময়ের মধ্যেই নিজের নাম,খ্যাতি অর্জন করে নিয়েছেন প্রিয়ঙ্কা।
মেগান মার্কেলের বিতর্কিত সাক্ষাৎকারের জেরে এখন গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন সঞ্চালিকা ওপেরা উনফ্রে-র টক শো। এবার আসন্ন এপিসোডের অতিথি হিসেবে হাজির ছিলেন প্রিয়ঙ্কা।
একাধিক প্রশ্নের মুখোমুখি হয়েছেন ওপেরা-প্রিয়ঙ্কা। ওপেরার মুখোমুখি বসে নিজের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা মন খুলে সকলের সঙ্গে শেয়ার করেছেন প্রিয়ঙ্কা।
প্রকাশ্যেই খুলতে হবে অন্তর্বাস, বাড়াতে হবে যৌনতা ।কেরিয়ারের শুরুতে এমন প্রস্তাব পেয়ে কী করেছিলেন পিসি। পরিচালকের যৌন হেস্তরা শিকার কীভাবে হয়েছিলেন প্রিয়ঙ্কা, তা নিজেই শিকার করেছেন নায়িকা।
ওপেরাকে প্রিয়ঙ্কা জানিয়েছেন, 'যৌন উত্তেজক নাচ করে আমায় প্যান্টি খুলতে বলা হয়েছিল শুটিং সেটে'। পরিচালকের বিরুদ্ধে মুখ না খোলার কষ্ট আজও তাড়িয়ে বেড়ায় প্রিয়ঙ্কাকে।
অভিনেত্রীর দাবি, ওই ছবি বাতিল করে দেন প্রিয়ঙ্কা। ছোট থেকে লজ্জা শব্দটা শোনেননি প্রিয়ঙ্কা। ১৯ বছরেও বড্ড বেশি নির্লজ্জ ছিলেন পিগি চপস। নস্ট্যালজিয়ায় ফিরে নিজেই সেকথা জানিয়েছেন প্রিয়ঙ্কা।