- Home
- Entertainment
- Bollywood
- জনসমক্ষে অক্ষয়ের প্যান্টের বোতাম খুলছেন ট্যুইঙ্কেল, 'অশ্লীলতা'র অভিযোগ উঠতেই গ্রেফতার পত্নী
জনসমক্ষে অক্ষয়ের প্যান্টের বোতাম খুলছেন ট্যুইঙ্কেল, 'অশ্লীলতা'র অভিযোগ উঠতেই গ্রেফতার পত্নী
অক্ষয় কুমারের ভক্তদের সংখ্যা নেহাতই কম নয়। যে অক্ষয় সলমন, শাহরুখ, আমিরের ভিড়ে এক সময় টিকতে পারেননি এখন তিনি হাইয়েস্ট পেইড অভিনেতাদের মধ্যে অন্যতম। এক বছরে একাধিক ছবি করেন, তাও আবার ভিন্ন জনরাহর। যার জেরে সব রকমেরই ভক্তরা রয়েছেন তাঁর ফ্যান ফলোয়াড়দের তালিকায়। তবে অনেক বিনোদনপ্রেমীদের কথায় অক্ষয় কুমার এমন অনেক কাজই করেন যা রীতিমত অশালীন। এবং এই অশালীন আচরণ গুলো তিনি নাকি খবরে থাকার জন্যই করেন।

নিন্দুকদের কথায়, অক্ষয় পাব্লিসিটির জন্যে সবকিছু করতেই প্রস্তুত। তা সে নিজের স্ত্রীকে জেলে পাঠানোই হোক না কেন।
ল্যাকমে ফ্যাশন উইকে অক্ষয় কুমার একটি জিনসের ব্র্যান্ডের প্রচার করেছিলেন।
শো স্টপার হিসাবে উপস্থিত ছিলেন অক্ষয়। ব়্যাম্প ওয়াক করে সকলকে চমকে দেবেন ভেবেছিল ভক্তরা।
তবে একেবারেই উল্টো কাজ করে বসলেন তিনি। জিনস পরে চুপচাপই হাঁটছিলেন রানওয়েতে।
দর্শকাসনে অসংখ্য তারকাদের পাশাপাশি বসেছিলেন ট্যুইঙ্কেল খান্না। হঠাৎই তাঁর দিকে এগিয়ে গেলেন অক্ষয়।
ব়্যাম্পের অর্ধেক হেঁটে ট্যুইঙ্কেলের কাছে গিয়ে দাঁড়ালেন। তাঁর হাত নিয়ে ঠেকিয়ে দিলেন নিজের যৌনাঙ্গের দিকে।
ট্যুইঙ্কেলকে জনসমক্ষে অক্ষয় নিজের জিনসের বোতাম খুলতে বলেন। প্রথমদিকে ট্যুইঙ্কেল হেসে লজ্জা পেয়েছিলেন ঠিকই।
তবে কিছুক্ষণ হেসেই অক্ষয়ের জিনসের বোতাম খুলতে শুরু করেন। তারপরই ঘোর বিপদ ঘনিয়ে এল তাঁদের উপর।
ট্যুইঙ্কেল খান্নার বিরুদ্ধে গ্রেফতারির অভিযোগ এসে পড়ল। জনসমক্ষে এমন অশালীন আচরণ সহ্য করবে না আইন।
বাধ্য হয়ে অক্ষয় পত্নীকে জেলেও যেতে হয়। যদিও ৯৫০ টাকা জরিমানা দিয়ে বেল হয় তাঁর।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।