প্রিয়ঙ্কার সঙ্গে সিনেমা করতে সাফ না, কড়া নির্দেশ দিয়েছিলেন অক্কি-পত্নী
- FB
- TW
- Linkdin
বলিউডে পা রাখার কিছু দিনেই মধ্যেই ভাইরাল হয়ে উঠেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। একের পর এক হিট ছবি উপহার দিয়েছিলেন সকলকে।
স্টারেদের মধ্যে অন্যতম ছিলেন প্রিয়ঙ্কা, যার সঙ্গে একাধিক স্টারের জুটি ছিল এক কথায় হিট। অক্কিও বাদ পড়েননি তালিকা থেকে।
তবে এতেই ইতি নয়। একাধিক সময় অনস্ক্রিন কেমিষ্ট্রি, অফস্ক্রিনেও ধরা পড়ত। আর সেখানেই হত বিপত্তি। যা বাড়িতে ডেকে আনত অশান্তি।
একাধিক তারকার সঙ্গে মুহূর্তে নাম জড়িয়ে যায় প্রিয়ঙ্কা চোপড়ার। আর তা থেকেই ঘোর আপত্তি ছিল টুইঙ্কেলের।
একাধিক ছবি এই জুটির হিট হলেও টুইঙ্কেল মেনে নিতে পারছিলেন না এই জুটির অভিনয়। তাই তিনি প্রথম মানা করেছিলেন।
প্রিয়ঙ্কার প্রতি ধীরে ধীরে আস্থা হারাচ্ছিলেন তিনি। এক সময় তা সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি প্রিয়ঙ্কার সঙ্গে অক্কিকে অভিনয় করতে দেবেন না।
প্রিয়ঙ্কা প্রথম থেকেই নিজের ফিটনেস ফান্ডা ও স্টানিং লুকে ধরে ধরে রেখেছেন তাঁর ভক্তকূলকে। কিন্তু তাঁর প্রেমের সম্পর্কের তালিকা দীর্ঘ হওয়াতেই বিপত্তি।
আর ঠিক এই কারণেই অক্ষয়ের সঙ্গে এক ফ্রেমে আর দেখা যানি প্রিয়ঙ্কাকে। পরবর্তীতে তাঁরা একসঙ্গে ছবি করে কি না তাই এখন দেখার।
আর ঠিক সেই কারণেই কোথাও গিয়ে যেন আজও সেভাবে একি ফ্রেমে জায়গা করে নেননি অক্ষয় কুমার ও প্রিয়ঙ্কা চোপড়া।