- Home
- Entertainment
- Bollywood
- ঘাম রক্ত ঝড়িয়ে শ্যুট, সেটে বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন পরিণীতি, কী এমন ঘটেছিল ঘটে পরীর সঙ্গে
ঘাম রক্ত ঝড়িয়ে শ্যুট, সেটে বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন পরিণীতি, কী এমন ঘটেছিল ঘটে পরীর সঙ্গে
- FB
- TW
- Linkdin
সদ্য মুক্তি পেয়েছে দ্য গার্ল অন দ্য ট্রেন ছবির ট্রেলার। সেই ট্রেলার নিয়েই মুখ খুলে এবার বিসস্ফোরক মন্তব্য করলেন পরিণীতি।
এত ভয়াবহ অভি৫তা তাঁর আগে কখনও হয়নি। বারে বারে সেটে তিনি কান্নায় ভেঙে পড়ছিলেন। কী এমন ঘটে।
পরিণীতির কথায় এই চরিত্র হয়ে উঠতে তার সময় লাগে বেশ কিছুটা দিন। ঝড়েছে ঘাম, ঝড়েছে রক্ত, চোখের জলও।
এমনই পরিস্থিতিতে পরিণীতির পিছনে ধাওয়া করে তাঁর ভয়াবহ অতীত। গল্পরে সঙ্গে পরিণীতির অতীতের এক গভীর যোগ রয়েছে।
যা তিনি কোনও দিনই মনে করতে চাননি। কিন্তু ছবির স্ক্রিপ্ট পড়ে তাঁর মনে হয় এই ছবি তাঁর জীবনে মাইল স্টোন হবে।
তাই সেই ভয়াবহ অতীতকেই কাজে লাগাতে শুরু করেন তিনি। প্রতিটা পদে পদে মনে করতেন সেই স্মৃতি।
মন ও শরীর দুই যেন বাস্তবের ঘটনার মত রিয়্যাক্ট করতে শুরু করত। আর সেটাই হয়ে ওঠে ইউএসপি।
তবে কেট শেষ হলেই তা সহ্য করতে পারতেন না পরিণীতি। কান্নায় বারে বারে ভেঙে পড়তেন। চোখের জল বাঁধ মানত না।
তাই এই ছবি নিয়ে ভীষণ রকমভাবে আশাবাদী পরিণীতি। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ এবার কেবল মুক্তির অপেক্ষা।