অক্ষয়ের এই গুণই শাহরুখের কাছে দোষ, আর ঠিক এই কারণেই একসঙ্গে অভিনয় করা যাবে না, জানালেন শাহরুখ
First Published Feb 21, 2021, 9:52 AM IST
অক্ষয় কুমার, বলিউডের অভিনেতার দাপট ঠিক কতটা তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। একের পর এক হিট ছবি উপহার দিয়ে খানদের করা টক্কর দিয়ে গিয়েছেন অক্ষয় কুমার। কিন্তু কখনো শাহরুখের সঙ্গে তাকে অভিনয় করতে দেখা যায়নি, কেন!

শাহরুখ খান অক্ষয় কুমার এক ফ্রেমে, এমনটা হলে তো দারুন ব্যাপার। সালমানের সঙ্গে অক্ষয়কে দেখা গিয়েছে।.

তবে শাহরুখের সঙ্গে কখনোই দেখা যায়নি অক্ষয়কে। অতীতে না হলেও পরে কি দেখা সম্ভব, প্রশ্ন করতে একই উত্তর দিলেন শাহরুখ।

তিনি সাফ জানিয়ে দিলেন অক্ষয়ের সঙ্গে তার ছবি করার সম্ভাবনা খুব কম। কারণ তিনি অক্ষয়ের মতো জীবনযাপন করেন না।

অক্ষয়ের প্রশংসা করে শাহরুখ জানান অক্সয় যে সময় ঘুমোতে যান সেই সময় হিসেব মতো শাহরুখ কাজ শুরু করেন।

আবার অক্ষয় কুমার যখন ঘুম থেকে ওঠেন সাধারণত সেই সময়ই শাহরুখ ঘুমোতে যান।

অক্ষয় মত নিয়ম মেনে জীবন চালানো শাহরুখকে ক্ষেত্রে এক কথায় অসম্ভব। তাই এই অভিনেতার সঙ্গে একই ফ্রেমে শাহরুখকে দেখা খানিকটা চাপের বলেই জানালেন কিং খান।.

তার কথায় ঘড়ি ধরে অক্ষয় চলেন তা পারফেক্ট, কিন্তু তিনি নিজে নন, তাই তার পক্ষে অক্ষয় সঙ্গে অভিনয় করাটা এককথায় শাস্তির।

তা আগলে রাখতে পারলেই আলিয়ার সংসার হয়ে উঠবে সুখের।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?