- Home
- Entertainment
- Bollywood
- কোনও মেয়ে আমার সাথে ফ্লার্ট করছে, হেমা মালিনীর তরফ থেকে ফোন পেতেই কেন এমন মনে হয়েছিল শাহরুখের
কোনও মেয়ে আমার সাথে ফ্লার্ট করছে, হেমা মালিনীর তরফ থেকে ফোন পেতেই কেন এমন মনে হয়েছিল শাহরুখের
- FB
- TW
- Linkdin
কেরিয়ারের শুরু হয় ছোটপর্দা থেকে, দুই সিরিয়াল এক কথায় হিট। যার ফলে ভক্তের সংখ্যা বাড়তে থাকে দিন দিন।
তখন শাহরুখ খান বলিউডের নিজের জায়গা পাকা করতে ব্যস্ত। একের পর এক সাক্ষাৎ হয়ে চলেছে নানা ব্যক্তিদের সঙ্গে।
এমনই পরিস্থিতিতে শাহরুখ খান ফোন পান হেমা মালিনীর থেকে। প্রথমে বিশ্বাস হয়নি।
হেমা মালিনী তার এক আত্মীয়াকে জানেন শাহরুখের সঙ্গে যোগাযোগ করতে। প্রথম ছবি প্রস্তাব দেবেন তিনি।
শাহরুখ খানের কাছে যে এই ফোন পৌঁছায় অমনি তিনি তা উড়িয়ে দেন। ভাবেন হেমা মালিনীর নাম করে কেউ ফ্লার্ট করছে।
ফোনের জবাব না দিয়ে তিনি ঘুরিয়ে উত্তর দিয়েছিলেন ভেবে জানাবেন। প্রথমটা অবিশ্বাস্য লেগেছিল তার।
এরপর একবার হেমা মালিনী বাড়িতে হাজির হন শাহরুখ খান। সেখানেই দেখা হয় ধর্মেন্দ্রর সঙ্গে।
হেমা মালিনী ধর্মেন্দ্রর সামনেই বলেন আমি ওকে ছবির প্রস্তাব দিয়েছি। তবে এখনো সেভাবে কিছু জানায়নি।
এই কথা শোনার পরই প্রথম শাহরুখের বিশ্বাস হয়েছিল, যে ফোনটি এসেছিল তা ছিল সত্যি।