অনলাইনে কেন 'অন্তর্বাস' কেনেন না শাহরুখ, উত্তরে যা বললেন অভিনেতা
- FB
- TW
- Linkdin
শাহরুখকে নিয়েই দর্শকমনেই সবসময়েই উত্তেজনা রয়েছে। তার কোনও কিছু করা মানেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখতে রীতিমতো মুখিয়ে থাকে দর্শক। ফের নয়া চমক নিয়ে হাজির হয়েছেন অভিনেতা।
সম্প্রতি কয়েকমাস আগে বলিউড সুপারস্টার শাহরুখ খান মুম্বইয়ে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে হাজির হয়েছিল।
অ্যামাজন গ্লোবালের সিইও জেফ বেজোসের সঙ্গে দেখা করেছিলেন। সম্প্রতি সেই অনুষ্ঠানেই ই-কর্মাস নিয়ে বেশ কয়েকটি প্রশ্নের জবাব দিয়েছিলেন শাহরুখ খান।
इसके बाद नील कहते हैं, मुझे लगता है, आप दोनों के लिए इस तरह के बेहूदा सवाल करना बेहद गलत है। बाद में नील ऑडियंस में बैठे सभी लोगों से माफी मांगते हुए कहते हैं कि इसे मैं पर्सनली बेइज्जती के तौर पर लेता हूं। वैसे, मुझे किसी सरनेम की जरूरत नहीं है। मैं अपनी मेहनत के चलते आज यहां सबसे आगे की लाइन में बैठा हूं।
সেই অনুষ্ঠান মঞ্চে শাহরুখের বিখ্যাত সিনেমার ডায়লগ 'ডন কো পকড়না মুশকিল হ্যায় না মুমকিন হ্যায়' জেফ বেজোসকে বলতে শোনা গেছে।
পরে শাহরুখ খান সেই সংলাপটির সংশোধন করে শাহরুখ বলেছিল 'ডন কো পকড়না মুশকিল হি নেহি না মুমকিন হ্যায়' ।
শাহরুখ নিজেই সেই অনুষ্ঠানে জানিয়েছেন, তিনি নিজের অন্তর্বাসটি অনলাইনে অর্ডার করতে পছন্দ করেন না। কারণ সেগুলি একদমই আরামদায়ক হয় না।
তবে কিং খান আরও জানিয়েছেন, 'আমি আমার সমস্ত বই শপিং অ্যামাজন থেকেই করি'। এমনকী বাড়ির গ্রসারির আইটেমগুলিও বিগবাস্কেট থেকেই আসে।
সেই একই দিনে জেফ মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে বলিউডের সমাবেশে বক্তব্য রাখেন।
সেই অনুষ্ঠানে এআররহমান, বিদ্যা বালান, আর মাধবন, রিচা চাড্ডা, আলি ফজল, রাজকুমার রাও অ্যামাজানের আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।