'রণবীর-আলিয়া থেকে বরুণ-নাতাশা', ২০২০-র করোনার প্রকোপে বিয়ে ভাঙল কোন সেলেবদের
First Published Dec 17, 2020, 12:24 PM IST
একের পর এক বিয়ের খবরে মাতোয়ারা বি-টাউন। বলিমহলের অন্দরে কান পাতলেই একের পর এক গুঞ্জনে মাতোয়ারা ছিল সকলেই। রণবীর -আলিয়া থেকে বরুণ ধাওয়ান, রিচা চাড্ডা ও আলি ফজল সকলের বিয়ের খবরেই সরগরম ছিল বি-টাউনে। টিনসেল টাউনের অন্দরে জোর কানাঘুসো চললেও ২০২০-তে বিয়েতে বাঁধা হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাসের কড়াল থাবা। ডেস্টিনেশন ওয়েডিং পিঁছিয়ে নিয়েছেন বলি সেলেবরা। কোভিড ১৯-এর প্রকোপে ২০২০ সালে বিয়ে ভাঙল কোন বলি সেলেবদের, রইল তালিকা।

রণবীর কাপুর-আলিয়া ভাট
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ২০২০ সালের শেষদিকেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের হট কাপল রণবীর কাপুর ও আলিয়া ভাট। কবে আসবে সেই মাহেন্দ্রক্ষণ , সেদিকেই তাকিয়ে ছিল সকলেই। কিন্তু দীর্ঘ লকডাউন এবং করোনার প্রকোপে বাতিল হয়েছে বিয়ের পরিকল্পনা।

বরুণ ধাওয়ান-নাতাশা দালাল
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের বিয়ের গুঞ্জন নিয়েও সরগরম ছিল বলিউড। বরুণের ছোটবেলার বন্ধু নাতাশা দালালেরল সঙ্গেই গাটছড়া বাঁধতে চলেছেন বরুণ ধাওয়ান। নানা গুঞ্জনের পর সমস্ত গুঞ্জনে ইতি টেনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন নাতাশা-বরুণ। সূত্র থেকে জানা গেছে চলতি বছরের মে মাসেই চার হাত এক হতে চলেছে। চলতি বছরের ২২ মে রাজকীয় বিয়ের আসর বসার কথা ছিল। গত বছরই বিয়ের তোড়জোড় শুরু করেও থেমে গেছিলেন বরুণ। আসন্ন ছবি স্ট্রিট ডান্সার থ্রি -র কারণেই বিয়ে পিছিয়ে গিয়েছিল বরুণের। এই বছরও করোনার প্রকোপে বিয়ে পিছিয়েছেন বরুণ-নাতাশা। তবে কি ২০২১ সালে বিয়ের পিড়িতে বসতে চলেছেন ডেভিড পুত্র।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন